scorecardresearch

সিইওর সমালোচনার জের, টুইটার অ্যাকাউন্ট সাসপেণ্ড, মাস্কের তোপে একাধিক সাংবাদিকের অ্যাকাউন্ট

টুইটার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘টুইটারের নিয়ম লঙ্ঘন করে এমন অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে’।

Twitter,Twitter blue. India,Elon Musk,Twitter Service Charge,Twitter Authentication,blue tick,টুইটার ব্লু,অ্যাকাউন্ট 'অথেনটিকেশন,,Blue Tick,India,Service Charge,twitter,Twitter Blue

বৃহস্পতিবার থেকে প্রায় ডজন খানেক সাংবাদিকদের অ্যাকাউন্ট সাময়িক ভাবে ব্যান করেছে টুইটার। যার মধ্যে নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট সহ বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট সাসপেণ্ড করেছে টুইটার। “অ্যাকাউন্ট সাসপেন্ডেড” নোটিশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্টগুলিতে। অ্যাকাউন্ট স্থগিত করার বিষয়ে, ইলন মাস্ক টুইট করেছেন, ডক্সিং নিয়ম সাংবাদিকদের জন্যও প্রযোজ্য, তিনি বলেছেন যে কোনও ব্যক্তির ব্যক্তিগত তথ্য ভাগ করে নেওয়ার জন্য অ্যাকাউন্টটি স্থগিত করা হবে। ডক্সিং মানে কারুর অনুমতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য অনলাইনে পোস্ট করা।

কেন সেই অ্যাকাউন্টগুলি স্থগিত করা হয়েছিল তা সংবাদ সংস্থা রয়টার্স এখনও নিশ্চিত করতে পারেনি। সাসপেণ্ড হওয়া অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, সিএনএন-এর মত বেশ কয়েকটি মিডিয়া হাউসের সাংবাদিকদের অ্যাকাউন্ট। বৃহস্পতিবার গভীর রাতে সাংবাদিকদের অ্যাকাউন্ট ব্লক লিস্টে রাখা হয়। পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের সকল পুরনো টুইটও।

টুইটার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘টুইটারের নিয়ম লঙ্ঘন করে এমন অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে’। অ্যাকাউন্ট সাসপেনশনের বিষয়ে একটি টুইটের জবাবে মাস্ক বলেন, ডক্সিং নিয়ম সাংবাদিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। টুইটার সম্প্রতি কোনও তথ্য বা পোস্ট শেয়ার করার উপর অনেক বিধিনিষেধ আরোপ করেছে, যাকে ডক্সিং বলা হয়। এটি বেশিরভাগই এমন কিছু বিষয় যা ব্যক্তিগত তথ্যের সঙ্গে সম্পর্কিত।

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একজন মুখপাত্র বলেছেন “আজ রাতে দ্য নিউ ইয়র্ক টাইমসের রায়ান ম্যাক সহ বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট সাসপেণ্ড করা দুর্ভাগ্যজনক। টাইমস বা রায়ান কেউই কেন এমন ঘটেছে সে সম্পর্কে কোন ব্যাখ্যা পায়নি। আমরা আশা করি যে সমস্ত সাংবাদিকদের অ্যাকাউন্ট সাসপেনশন অবিলম্বে তুলে নেওয়া হবে এবং টুইটার এই পদক্ষেপের জন্য একটি সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করবে।”

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Criticizing fine but elon musk as twitter bans journalists handles