Smart Watches : স্মার্ট ওয়াচ থেকে ছড়াচ্ছে ক্যান্সার? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

Smart Watches : অনেক কোম্পানি তাদের স্মার্টওয়াচের স্ট্র্যাপে ফ্লুরোইলাস্টোমার, এক ধরনের সিন্থেটিক রাবার ব্যবহার করে। গবেষকরা এই রাবারে উচ্চ মাত্রার PFHxA নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Smart Watches : অনেক কোম্পানি তাদের স্মার্টওয়াচের স্ট্র্যাপে ফ্লুরোইলাস্টোমার, এক ধরনের সিন্থেটিক রাবার ব্যবহার করে। গবেষকরা এই রাবারে উচ্চ মাত্রার PFHxA নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Smart Watches

সাবধান! স্মার্ট ওয়াচের স্ট্র্যাপে পাওয়া গেল বিপজ্জনক রাসায়নিক Photograph: (ফাইল ছবি)

Smart Watches :  সাবধান! স্মার্ট ওয়াচের স্ট্র্যাপে পাওয়া গেল বিপজ্জনক রাসায়নিক। যা থেকে হতে পারে ক্যান্সারের মত মারণ ব্যাধিও। গবেষণায় চাঞ্চল্যকর দাবি। 

Advertisment

নতুন গবেষণায় অ্যাপল ও গুগলের মতো টপ ব্র্যাণ্ডের  স্মার্টওয়াচের স্ট্র্যাপে বিপজ্জনক রাসায়নিক পাওয়া গেছে বলেই দাবি। এই রাসায়নিকের কারণে  ক্যান্সারের মতো মারণ রোগ সৃষ্টি হতে পারে বলে দাবি করেছেন গবেষকরা।

প্রায় এক বছর আগে, একটি গবেষণায় দেখা গিয়েছিল যে স্মার্টওয়াচ এবং ফিটনেস ব্যান্ডের স্ট্র্যাপ বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়। এখন একটি নতুন গবেষণায় জানা গেছে যে স্মার্টওয়াচের সাথে যে স্ট্র্যাপগুলি থাকে তাতে ক্ষতিকারক PFHxA অ্যাসিডের উপস্থিতির প্রমাণ মিলেছে, যা ক্যান্সারের কারণ হতে পারে। এই গবেষণায় গুগল, স্যামসাং, অ্যাপলের তো অনেক বড় কোম্পানির স্মার্টওয়াচ নিয়ে গবেষণা চালিয়েছে গবেষকরা। 

Advertisment

অনেক কোম্পানি তাদের স্মার্টওয়াচের স্ট্র্যাপে ফ্লুরোইলাস্টোমার, এক ধরনের সিন্থেটিক রাবার ব্যবহার করে। গবেষকরা এই রাবারে উচ্চ মাত্রার PFHxA নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এখন মানুষ 'ঘুমের মান' নিরীক্ষণ  এবং স্লিপ অ্যাপনিয়া ইত্যাদির উপর নজর রাখতে রাতেও স্মার্টওয়াচ পড়ে ঘুমান।  এই বিষয়ে গবেষকরা বলেছেন যে এই PFHxA যদি প্রতিদিন ১২ ঘন্টার বেশি মানুষের ত্বকের সংস্পর্শে থাকে তবে তা ভয়ঙ্কর হতে পারে।  

গবেষণায় একাধিক বড় ব্র্যাণ্ডের স্মার্টওয়াচের স্ট্র্যাপে প্রচুর পরিমাণে PFHxA পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, খেলাধুলা এবং ফিটনেস ব্যান্ডেও এই রাবার ব্যবহার করা হয়। রাবারে উপস্থিত PFHxA অ্যাসিড যখন ঘামের সংস্পর্শে আসে তখন তা ত্বকের  ৫০ শতাংশ পর্যন্ত ভিতরে প্রবেশ করে। এবং এর এক তৃতীয়াংশ রক্তে দ্রবীভূত হয়। এই রাসায়নিক দীর্ঘ সময় শরীরে থাকলে তা ক্যান্সারের মতো বিপজ্জনক রোগের কারণ হতে পারে।

smartwatch