/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/facebook-dark-mode-main.jpg)
'ডার্ক মোড ইজ অন'। কিন্তু আপনি ভুলেও অন করবেন না। বিভিন্ন অ্যাপ এই মূহুর্তে নিয়ে আসতে চলেছে ডার্ক মোড ফিচার, অর্থাৎ অ্যাপের অন্দরমহল হবে অন্ধকার, তার ওপরে সমস্ত লেখা হয়ে যাবে সাদা। ইতিমধ্যে ফেসবুক মেসেঞ্জারেও ঢুকে পড়েছে এই ফিচার। গুগল জানিয়েছিল, এই ডার্ক মোড অন করলে ফোনের চার্জের সঙ্গে বাঁচবে আপনার চোখ। কিন্তু তা ভুল, বরং আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।
স্বভাবতই অন্ধকারে ছোট লেখা পড়লে যে চোখ খারাপ হতে পারে, সে বিষয়ে অবগত থাকলেও, আধুনিকতার ঠেলায় তা মিথ্যে হতে বসেছিল। টুইটার ব্যবহারকারী 'Cheddar Explains'-এর দাবি, ডার্ক মোড আপনার চোখের ২৬ শতাংশ ক্ষতি করবে। কিন্তু প্রয়োজনে ডার্ক মোড অন করতেই পারেন।
আরও পড়ুন: ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চাই? দেখে নিন কী ভাবে
উল্লেখ্য, ভিডিও দেখার সময় ডার্ক মোড অন করে নিতে পরেন। তবে কখনই কোনো টেক্সট দেখা বা বেশি সময় ধরে পড়ার সময় অন করবেন না ডার্ক মোড।
এদিকে কালো ডিসপ্লে বাঁচায় ফোনের চার্জ, এমনটাই দাবি গুগলের। সান ফ্রানসিস্কোর 'অ্যান্ড্রয়েড ডেভ সামিটে' এই তথ্য খোলসা করেছিল টেক মহীরুহ গুগল। অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের ডার্ক মোড বাঁচাবে আপনার ব্যাটারি লাইফ। গুগলের রিপোর্ট অনুযায়ী, যে সব অ্যাপ আমরা ব্যবহার করে থাকি, সেই অ্যাপগুলিতে যে রঙের বাহার থাকে, তাতে চার্জের অবস্থা শোচনীয় হয়ে যায়। ফোনের ডিসপ্লেতে যদি কোনো উজ্জ্বল হাই ডেফিনিশন ছবি রাখার প্রবণতা থাকে, তাহলে জানবেন, সেই প্রবণতাও আপনার ফোনের চার্জ তাড়াতাড়ি কমে যাওয়ার অন্যতম কারণ। ডার্ক মোডের তুলনায় Google মানচিত্রের রাতের মোড ব্যবহার করার সময় ব্যাটারি খরচ হওয়ার প্রবণতা ৬৩ শতাংশ কমে যাবে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড মেসেজ, ইউটিউব, গুগল নিউজ ডার্ক মোডের সঙ্গে একটি নতুন উপাদান থিম ডিজাইন করা হয়েছে। ফোন ব্যাটারির জীবন বাঁচানোর জন্য ব্যবহারকারীদের অ্যাপ্লিকেশনগুলিতে গাঢ় কালো মোড সিলেক্ট করে রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু গাঢ় মোড শুধুমাত্র আপানার ফোনের জন্যই ভালো , চোখের জন্য নয়।