করোনার জেরে মুখ থুবড়ে পড়েছে 'অনলাইন ফুড ডেলিভারি' ব্যবসা

জানা গিয়েছে, প্রায় ৫০০,০০০ ডাউনলোড অ্যাপ বন্ধ পরে রয়েছে।

জানা গিয়েছে, প্রায় ৫০০,০০০ ডাউনলোড অ্যাপ বন্ধ পরে রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনার জেরে মুখ থুবড়ে পড়েছে অনলাইন ফুড ডেলিভারি ব্যবসা। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানুষ অনলাইনে যে পরিমাণ খাবার অর্ডার করছিল, মার্চ মাসের প্রথম থেকে তার হার কমতে থাকে। ২৫ তারিখ লকডাউন ঘোষণার আগেই জোম্যাটো ও সুইগির ব্যবসা থমকে গিয়েছিল বলে জানিয়েছে সংস্থার পক্ষ থেকে।

Advertisment

ডেটা অ্যানালিটিক্স ফার্ম ভুমোনিক জানিয়েছে, ফেব্রিয়ারি মাস পর্যন্ত ব্যবসায় লাভের গ্রাফ উর্ধমুখী ছিল। কিন্তু মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অনলাইনে খাবার অর্ডার দেওয়া বন্ধ করতে থাকেন মানুষ।

publive-image গ্রাফ বলছে ব্যবসায় দেখা দিয়েছে মন্দা

দেখা গিয়েছে, মার্চ মাসের ১৯ থেকে ২৫ তারিখ এর মধ্যে অর্ডার দেওয়ার হার কমেছে এক তৃতীয়াংশ। মানুষ যে আসতে আসতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হয়ে উঠছিল, সে বিষয়ে আগেই ইঙ্গিত পেয়েছিল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা। সে সময় সকলেই 'সোশাল ডিসটেন্স' পালন করা শুরু করে দিয়েছিল।

Advertisment

যদি দিনে ১০০ টা করে খাবার ডেলিভারি হত সেখানে মার্চ মাসের ১৯ থেকে ২৫ তারিখের মধ্যে সেই সংখ্যা পৌঁছেছিল ৩২। ১৯ তারিখের আগে সেই সংখ্যা ছিল ৮৪। জানা গিয়েছে, প্রায় ৫০০,০০০ ডাউনলোড অ্যাপ বন্ধ পরে রয়েছে।

Read the full story in English

coronavirus corona