প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন পেল ভারতীয় সেনা। পিটিআই সূত্রে খবর, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের জন্য ৩০০০ কোটি টাকার অনুমোদন পেল ভারতীয় সেনা।
ভারতীয় নৌ সেনার 'টু স্টিলথ ফ্রিগেট' এবং 'আর্মার্ড রিকভারি ভেহিকেল' হিসেবে এবং 'অর্জুন ব্যাটেল ট্যাঙ্ক' হিসেবে ব্যবহৃত হবে এই ক্ষেপণাস্ত্র।
আরও পড়ুন, বিপদ আসার আগেই জানান দেবে ডিভাইস, গবেষণায় বাঙালি বিজ্ঞানী
প্রতিরক্ষা মন্ত্রকের যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ জায়গা হল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)। প্রসঙ্গত, পদাধিকার বলে ডিএসি-র চেয়ারপার্সন হন দেশের প্রতিরক্ষামন্ত্রী। ব্রাহ্মস তৈরির খাতে তিন হাজার কোটি টাকা অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
প্রসঙ্গত, কেন্দ্রের 'মেক ইন ইন্ডিয়া' অভিযানের অংশ হিসেবেই ব্রাহ্মস মিসাইল তৈরি করা হচ্ছে ভারতে।
ব্রাহ্মস-এর পাশাপাশি আর্মার্ড রিকভারি ভেহিকেল (এআরভি)-এর জন্যেও অনুমোদন দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী। এআরভি-র নকশা বানিয়েছে ডিআরডিও। প্রস্তুত করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিইএমএল।
Read the full story in English