Advertisment

Metro card recharge: দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে WhatsApp-এ করুন স্মার্ট কার্ড রিচার্জ, মেট্রোর দুরন্ত উদ্যোগ

বিশেষ পরিষেবার মাধ্যমে উপকৃত হবে লক্ষাধিক মানুষ।

author-image
IE Bangla Tech Desk
New Update
24 lakh passengers travelled in underwater metro in 2 months

মেট্রো কার্ড রিচার্জ করতে দীর্ঘ লাইনে আর দাঁড়াতে হবে না।

Metro card recharge: মেট্রো কার্ড রিচার্জ করতে দীর্ঘ লাইনে আর দাঁড়াতে হবে না। দুরন্ত উদ্যোগ মেট্রো রেলের। এখন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মেট্রো কার্ড রিচার্জ করতে পারেন। সম্প্রতি এই বিশেষ পরিষেবার কথা ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। দিল্লি-এনসিআর-এ প্রতিদিন লক্ষাধিক মানুষ মেট্রোতে যাতায়াত করেন। মেট্রো কার্ড রিচার্জ করতে, যাত্রীদের স্টেশন কাউন্টারে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয়। কিন্তু এখন আপনি ঘরে বসেই আপনি আপনার মেট্রো কার্ড রিচার্জ করতে পারবেন WhatsApp-এর DMRC চ্যাটবটের মাধ্যমে। এই চ্যাটবটে ইতিমধ্যেই টিকেট কেনার পরিষেবা পাওয়া যাচ্ছে।

Advertisment

মেট্রো টিকিট কিনতে হোয়াটসঅ্যাপ ডিএমআরসি চ্যাটবট ব্যবহার করা হয়। দিল্লি মেট্রো ছাড়াও, অনেক শহরের মেট্রো অনলাইন টিকিট দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাটবট ব্যবহার করছে। এটি দিয়ে আপনি QR ভিত্তিক টিকিট কিনতে পারবেন। এটি একটি খুব সহজ এবং দ্রুত প্রক্রিয়া। টিকিট বা টোকেন পেতে আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না।

ভ্রমণের অভিজ্ঞতা আরও ভালো হবে
দিল্লি মেট্রো কার্ড রিচার্জ করার সুবিধা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটবটে দেওয়া হয়েছে। মেটা ইন্ডিয়ার বিজনেস মেসেজিং ডিরেক্টর রবি গর্গ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কার্ড রিচার্জ করার পরিষেবা ঘোষণা করেছেন। তিনি বলেছিলেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেট্রো কার্ড রিচার্জ করা প্রতিদিন দিল্লি মেট্রোতে ভ্রমণকারীদের ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করবে।

আরও পড়ুন - < Jio: ভয় পেয়ে গেল jio, তড়িঘড়ি বাজারে আনল তিনটি সস্তার প্ল্যান, গোটা মাস ডেটা, আনলিমিটেড কলের সুবিধা! >

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিল্লি মেট্রো রিচার্জ করবেন
আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিল্লি মেট্রো স্মার্ট কার্ড রিচার্জ করতে পারেন-

হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিল্লি মেট্রো কার্ড রিচার্জ করতে এই QR কোডটি স্ক্যান করুন।

দিল্লি মেট্রো (DMRC)-এর WhatsApp চ্যাটবটের জন্য QR কোড।

অথবা WhatsApp এ +919650855800 নম্বরে 'হাই' মেসেজ করুন।
এখানে আপনাকে হিন্দি বা ইংরেজি ভাষা বেছে নেওয়ার বিকল্প দেওয়া হবে। পছন্দের ভাষা নির্বাচন করুন।
এর পরে 'স্মার্ট কার্ড টপআপ' বিকল্পটি নির্বাচন করুন।
এবার Click Here এ ট্যাপ করুন।
এটি আপনাকে দিল্লি মেট্রো কার্ড রিচার্জ করতে ওয়েবসাইটে নিয়ে যাবে।
এখানে DMRC অর্থাৎ দিল্লি মেট্রো স্মার্ট কার্ডের নম্বর লিখুন।
আপনি যে পরিমাণ টাকা রিচার্জ করতে চান তা লিখুন।
পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট সম্পূর্ণ করুন।
এটি করলে আপনার দিল্লি মেট্রো স্মার্ট কার্ড রিচার্জ হয়ে যাবে।

Delhi Metro Whatsapp
Advertisment