/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/images-1.jpg)
দূষণের চাদরে ঢেকে গেছে শহর। অজান্তেই ধোঁয়া গিলতে হচ্ছে আমাদের। বিষাক্ত ধোঁয়া গ্রাস করেছে দিল্লি সহ উত্তর ভারতের অন্যান্য শহরগুলিকে। কলকাতাও রয়েছে সেই তালিকাতে। চুলের থেকেও ছোট কণাতে ভরে গেছে বায়ু। যা চোখে ধরা দেয় না। যা সহজেই আমাদের ফুসফুসে বসতি গড়ে তুলতে পারে। যা এখন তার কঠর রুপ না দেখালেও, ভবিষ্যতে বিপদ আসন্ন। তাই নিজের খেয়াল রাখতে ডাউনলোড করুন এই অ্যাপ। যেখানে দেখা যাবে কত বিষাক্ত ধোঁয়া ঢুকে পড়েছে আপনার শরীরের অন্দরমহলে। আপনি যেখানে বাস করেন তার চারপাশের বাতাসের গুণমানকে, ধূমপানে পরিমাণে সংখ্যায় রূপান্তরিত করবে।
Sh**t! I smoke pic.twitter.com/uFipYGYY47
— Karan Tejwani (@tejwanicurran) November 3, 2019
Just downloaded this app call “Sh**t I smoke” that puts air quality in terms of ???? smoked! What a great way to visualize public health information! Heard about this app via @KHayhoe via @siobhanheanue! Ah the power of the RT! pic.twitter.com/uuZwuxV8Ml
— Ramesh Laungani (@DrRamBio) November 3, 2019
At this rate, in times to come, Human Life Expectancy will drop to 50+ odd years in this part of the world! Screenshot from an app - Sh**t! I Smoke! #DelhiAirEmergency#DelhiPollution#DelhiBachao#DelhiNCRPollution#Delhi#AirQualityIndex#AirPollutionIsNotAJokepic.twitter.com/UJUdUmBZs0
— Anupam (@BarelyNocturnal) November 3, 2019
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/smoke-app.jpg)
অ্যাপের নাম, ‘Sh**t ! I Smoke’। যা অ্যাপেল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। টুইটারে অনেকেই অ্যাপে পাওয়া ফলাফলের সংখ্যা শেয়ার করেছে। হেলথ এবং ফিটনেস ক্যাটাগরির অ্যাপস্টোরে পাওয়া যাবে এই অ্যাপ। ইতিমধ্যে দশ হাজার ইউজার ডাউনলোড করেছে এই অ্যাপ। অ্যাপের মধ্যে শুধুমাত্র লোকেশন রোজ কতগুলি সিগারেট খান তার হিসাব নথিভুক্ত করতে হবে।
Read the full story in English