Advertisment

Devin AI: বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দুনিয়াজুড়ে আলোড়ন ফেলেছে 'ডেভিন'

ডেভিনের দক্ষতায় হতবাক গোটা বিশ্ব।

author-image
IE Bangla Tech Desk
New Update
Devin ai, devin ai software engineer, ai software engineer devin, ai software engineer, worlds first ai engineer, ai, artificial intelligence, Technology

বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার

দুনিয়াজুড়ে আলোড়ন ফেলেছে ডেভিন। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে সামনে এনেছে টেক সংস্থা কগনিশন। চোখের পলকে মোবাইল অ্যাপ ডেভেলপ থেকে গোটা ওয়েবসাইট তৈরি করতে পারে এই রোবট। এখন ডেভিন আসার ফলে কাজ হারানোর আশঙ্কা মানুষের মধ্যে আরও বেড়েছে।

Advertisment

ডেভিনের দক্ষতায় হতবাক গোটা বিশ্ব। কিছু দিন আগে মনে করা হচ্ছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কারণে মানুষজন তাদের কাজ হারাতে পারেন। যেভাবে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমতার দাপট তাতে মন হচ্ছে AI মানুষের জায়গা নিয়ে নিয়েছে । সাম্প্রতিক কালে এআই শিক্ষক থেকে এআই মডেল সব কিছুই সামনে এসেছে। এবার সামনে এল বিশ্বের প্রথম এআই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারও ।

হ্যাঁ, আমরা ডেভিনের কথা বলছি যিনি একজন এআই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার এবং মিনিটে অ্যাপ তৈরি থেকে ভিডিও এডিটিং সবটাই তার নখদর্পনে। ডেভিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিশেষ ভাবে প্রশিক্ষিত।

আসুন জেনে নেওয়া যাক ডেভিনের বিষয়ে আরও খুঁটিনাটি

Devin Cognition Labs নামে একটি AI স্টার্টআপ তৈরি করেছে। সংস্থা দাবি করেছে ওয়েবসাইট তৈরি থেকে অ্যাপ তৈরি এমনকি নিজেই একটি এআই টুল তৈরি করতে পারে এই ডেভিন । এছাড়াও এটি যেকোন AI টুলকে প্রশিক্ষণও দিতে পারে। এই এআই ইঞ্জিনিয়ার সফটওয়্যার সংক্রান্ত যেকোন জটিল কাজ করতে পারে বলেই দাবি। সফ্টওয়্যার বা প্রোগ্রামিং সংক্রান্ত যে কোন ভূল মুহূর্তেই ধরিয়ে দিতে পারে ডেভিন।

আরও দাবি করা হয়েছে ডেভিন এন্ড টু এন্ড এনক্রিপশন সহ যে কোন অ্যাপ ডিজাইন করতে পারে। এটি ছাড়াও, এটি স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি সংশোধন করতে পারে। তবে এটি এখনও সাধারণ মানুষের জন্য উপলব্ধ হয়নি।

Artificial Intelligence
Advertisment