Advertisment

১ টাকায় পান ২৮ জিবি এক্সট্রা ডেটা, jio-র এই সুবিধা মিস করবেন না

Jio Recharge Plan: এই মুল্যবৃদ্ধির বাজারে এক টাকার সত্যি কী কোন মূল্য আছে? যদি প্রশ্ন করা হয় তাহলে অধিকাংশ মানুষ বলবেন আজকের দুনিয়ায় একটাকা একেবারে মূল্যহীন। কিন্তু জানেন কী এই ১ টাকার ফারাকে বিরাট সুযোগ মিস করতে পারেন আপনি।

author-image
IE Bangla Tech Desk
New Update
tech tips, Tech news, Jio, new jio plans, latest jio plans, jio recharge plans, jio new recharge plan,jio recharge offer,jio new recharge plan 2024,jio new plans,jio recharge plan,jio recharge plans,jio recharge price hike,jio,jio 5g plans,jio best recharge plan 2024,jio price hike,jio recharge price increase,jio recharge plan 2024,jio new plan,jio recharge,jio new recharges plans,jio new plans price details,jio new plans price,jio plans,jio new recharge plans,how to recharge old price plans,jio phone recharge plans kaise kare

মাত্র ১ টাকার তফাৎ ভালভাবে বুঝতে, রিলায়েন্স জিওর দুটি প্রিপেড প্ল্যানের ফারাকটা জানুন ভাল করে

Jio Recharge Plan: এই মুল্যবৃদ্ধির বাজারে এক টাকার সত্যি কী কোন মূল্য আছে? যদি প্রশ্ন করা হয় তাহলে অধিকাংশ মানুষ বলবেন আজকের দুনিয়ায় একটাকা একেবারে মূল্যহীন। কিন্তু জানেন কী এই ১ টাকার ফারাকে বিরাট সুযোগ মিস করতে পারেন আপনি।ভালভাবে বুঝতে, রিলায়েন্স জিওর 448 এবং 449 টাকার প্রিপেড প্ল্যানের ফারাকটা দেখুন নিজের চোখেই। 

Advertisment


আসলে, রিলায়েন্স জিও তার প্রিপেইড গ্রাহকদের একই সময়ের জন্য ২টি প্ল্যান অফার করে। উভয় প্ল্যানের বৈধতা 28 দিন। একটি প্ল্যানের দাম 448 টাকা এবং অন্যটির দাম 449 টাকা। এই প্ল্যানটি আপনাকে এক টাকার পার্থক্য ভালভাবে বুঝতে সাহায্য করবে। 

448 টাকার প্ল্যান
আপনি যদি 448 টাকার প্রিপেড প্ল্যান নেন, তাহলে কোম্পানি 28 দিনের জন্য আনলিমিটেড কলিং সুবিধা প্রদান করে এবং প্রতিদিন 100টি SMS-র সুবিধা পাবেন। কিন্তু ডেটার কথা আসা হয় তাহলে, এই প্ল্যানে 56 জিবি ডেটা দেওয়া হয়, মানে দৈনিক 2 জিবি ব্যবহার করতে পারবেন ইউজাররা। পাশাপাশি পাবেন আনলিমিটেড 5G ডেটা। এই প্ল্যানের সাথে ব্যবহারকারী JioCinema প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পান। এছাড়াও JioTV অ্যাপ, Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, FanCode এবং Hoichoi-এর সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।

[ পাসপোর্ট তৈরির জন্য দীর্ঘ অপেক্ষা, বন্ধ অনলাইন পোর্টাল, কবে থেকে চালু হবে পরিষেবা?

449 টাকার প্ল্যানে বিশেষ কী?
রিলায়েন্স জিওর আরও একটি প্ল্যান রয়েছে যার দাম 449 টাকা। এই প্ল্যানের বৈধতাও 28 দিন, তবে এতে আপনি প্রতিদিন 3 জিবি অর্থাৎ মোট 84 জিবি ডেটা পাবেন। এতেও আনলিমিটেড 5G ডেটার সুবিধাও রয়েছে। এছাড়াও আনলিমিটেড কলিং এবং 100 এসএমএস পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে গ্রাহকরা JioCinema প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পান না। এছাড়াও মিলবে না JioTV অ্যাপ, Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, FanCode এবং Hoichoi-এর সাবস্ক্রিপশনও ।

jio jio recharge plan
Advertisment