Discount on Split AC: সেরা ব্র্যান্ডের Split AC-তে ৩০ হাজার টাকা সাশ্রয়ের বিরাট সুযোগ, বাম্পার অফারে চমকে যাবেন

Flipkart Discount Offer On Split AC: গ্রীষ্মকাল ঘনিয়ে আসছে এবং পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে এয়ার কন্ডিশনার (এসি) এর চাহিদাও। সাধারণত এপ্রিল, মে এবং জুন মাসে এসির দাম অনেকটাই বেড়ে যায় কারণ এই সময়ে এসি মেশিনের চাহিদাও থাকে অনেকটা বেশি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Discount on Split AC

বাড়িতে আনুন সেরা ব্র্যান্ডের Split AC

Flipkart Discount Offer On Split AC: গ্রীষ্মকাল ঘনিয়ে আসছে এবং পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে এয়ার কন্ডিশনার (এসি) এর চাহিদাও। সাধারণত এপ্রিল, মে এবং জুন মাসে এসির দাম অনেকটাই বেড়ে যায় কারণ এই সময়ে এসি মেশিনের চাহিদাও থাকে অনেকটা বেশি। কিন্তু যদি আপনি এবার গরম পড়ার আগেই একটি সস্তা এবং ভালো এসি কিনতে চান, তাহলে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত সুযোগ। 

Advertisment

Flipkart আপনাকে দিচ্ছে Split AC-তে দুর্দান্ত ছাড়। যেখানে আপনি ৫০%-এরও বেশি ছাড়ে সেরা ব্র্যান্ডের AC কিনতে পারবেন। আপনি যদি আপনার বাড়ির জন্য ১.৫ টনের স্প্লিট এসি কেনার কথা ভাবছেন, তাহলে এখনই আপনি বেস্ট ব্র্যান্ডের এসি কিনে হাজার হাজার টাকা সাশ্রয় করুন। Flipkart আপনাকে দিচ্ছে Voltas, LG, Blue Star, Realme, Haier-এর মতো বড় ব্র্যান্ডের AC-তে বিরাট ছাড়।  

ভোল্টাস ১.৫ টন ৩-স্টার স্প্লিট ইনভার্টার এসি, যার আসল দাম ৬৪,৯৯০, বর্তমানে অফারের অধীনে আপনি পাচ্ছেন মাত্র ৩৩,৯৯০ অর্থাৎ ৪৭% ছাড়ে পাচ্ছেন এই ব্র্যান্ডেড এসিটি। পাশাপাশি, এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি আপনার পুরনো মডেলের এসি এক্সচেঞ্জ করলে পাবেন ৫,২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়। 

লয়েডের ১.৫ টনের ৩-স্টার স্প্লিট এসিতেও থাকছে বিরাট ছাড়ের সুযোগ। এই এসির আসল দাম ৫৮,৯৯০ টাকা।  কিন্তু বর্তমানে আপনি এসিটি মাত্র ৩৪,৪৯০ টাকায় কিনতে পারবেন। পাশাপাশি পাচ্ছেন ৫,২০০ পর্যন্ত এক্সচেঞ্জ অফারও। 

Advertisment

অর্ধেক দামে এই এসি

যদি আপনি বাজেটের মধ্যে সেরা ডিল উপভোগ করতে চান, তাহলে MarQ-এর ০.৭ টন ৩-স্টার স্প্লিট ইনভার্টার এসি মাত্র ১৯,৯৯০ টাকায় কেনার এক দুর্দান্ত সুযোগ পাচ্ছেন আপনি। এই এসির আসল দাম ছিল ৪৬,৪৯৯ টাকা। যদিও এই এসিটিতে নেই কোন এক্সচেঞ্জ অফার নেই। ওয়ার্লপুলের ১.৫ টনের ৩-স্টার স্প্লিট ইনভার্টার এসিও খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এর আসল দাম ৬৬,০০০টাকা কিন্তু এটি Flipkart-এ এখন এই এসি মেশিনের দাম ৩১,১৫০টাকা। অর্থাৎ প্রায় ৫২% ছাড় পাচ্ছেন এই মডেলের উপর। এর সাথে থাকছে ব্যাংক অফারও। 

ক্যারিয়ার ব্র্যান্ডের ১.৫ টন ৩-স্টার স্প্লিট ইনভার্টার এসির আসল দাম যেখানে ৬৮,৯৯০ টাকা। সেটি এখন অফারের অধীনে আপনি পাচ্ছেন মাত্র ৩৪,২৯৯ টাকায়। একইভাবে, Haier 1.5 টন 3-স্টার স্প্লিট ডুয়াল ইনভার্টার এসি ৬০,০০০টাকার বদলে আপনি পেয়ে যান মাত্র ৩৩,৯৯০টাকাতে। সঙ্গে পান  এ কেনা যাবে। ৫,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।  

যদি আপনি এসি কেনার কথা ভাবছেন, তাহলে এটাই সঠিক সময় কারণ গরম বাড়লে এসির দামও বাড়বে। এই অফারটি আপনাকে সবচেয়ে বড় ব্র্যান্ডের এসির উপর বিশাল ছাড় পাওয়ার সুযোগ দিচ্ছে, যার ফলে আপনি ৩০,০০০ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এছাড়াও, কিছু মডেলে এক্সচেঞ্জ এবং ব্যাংক অফারও পাওয়া যাচ্ছে, যার ফলে দাম আরও খানিকটা কমবে। আপনি যদি পকেট খরচ বাঁচাতে চান এবং একটি ভালো মানের এসি কিনতে চান, তাহলে ফ্লিপকার্টের এই অফারের সুবিধা নিন। 

flipkart Flipkart sale Air Conditioner air conditioner machine