দ্বিতীয় কোনো কানেকশন নিলে এন সি এফ (Network Capacity Fee)দিতে হবে ৫০ টাকা। ডিটিএইচ অপারেটরস তাদের ওয়েবসাইটে মাল্টি টিভি পলিসির তালিকা প্রকাশ করেছে। যেখানে উল্লেখ আছে, গ্রাহকরা তাদের প্রাথমিক কানেকশন থেকে অতিরিক্ত তিনটি কানেকশন নিতে পারবেন।
অবশ্যই, অতিরিক্ত কানেকশন পিছু এন সি এফ দিতে হবে কর সমেত ৫০ টাকা। অর্থাৎ মূল কানেকশনের থেকে প্রায় ৮০ টাকা কম খরচ হবে প্রতি কানেকশনে। তবে প্রতি চ্যানেল পিছু দিতে হবে তার দাম।
আরওপড়ুন: চ্যানেল বাছাই করতে গিয়ে ঠকে গেছেন? জেনে নিন গুরুত্বপূর্ণ দিক
উল্লেখ্য, মূল কানেকশন ছাড়া বাকি কানেকশনে, চ্যানেল বদলাতে চাইলে প্রতিটি কানেকশনেই তা সম্ভব। চারটি কানেকশনে আলাদা আলাদা পছন্দসই চ্যানেল রাখতে পারবেন আপনি। আর যদি, মাল্টি কানেকশনের ক্ষেত্রে কোনো চ্যানেল বাছাই না করেন তাহলে, মূল কানেকশনে যে চ্যানেল গুলি রয়েছে বাকি গুলোতে তাই থাকবে।
নয়া নিয়মে, গ্রাহককে প্রতি মাসে নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি (এনসিএফ) দিতে হবে। ১০০টি চ্যানেল প্যাকের জন্য এনসিএফ বাবদ খরচ হবে ১৩০ টাকা। বেসিক ১০০টি চ্যানেলের মাসিক প্যাকের সঙ্গে আরও অন্যান্য চ্যানেল নিলে, সেগুলির নিজস্ব দাম ছাড়াও ২৫টি চ্যানেলের স্ল্যাব বাবদ আরও ২০ টাকা অতিরিক্ত এনসিএফ দিতে হবে। এভাবে যা দাম দাঁড়াবে তার সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যুক্ত হবে। আর যদি, আপনি বেসিক ১০০টি চ্যানেলই কেবল নেন, সে ক্ষেত্রে ১৩০ টাকা এবং ১৮% জিএসটি যোগ করে মোট ১৫৩ টাকা বিল হবে।
অর্থাৎ আপনি যদি মোট ১৫০ টি চ্যানেল বেছে নেন, তাহলে আপনার NCF হবে ১৩০+২০+২০=১৭০ টাকা, সঙ্গে ১৮ শতাংশ জিএসটি, মোট খরচ হবে ২০০ টাকা। মনে রাখবেন এটি শুধুমাত্র নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি। সংশ্লিষ্ট পেইড চ্যানেলের যা দাম তা জিএসটি-সহ যোগ হবে আপনার বিলে।
Read the full story in English