Advertisment

Electric Car: বৈদ্যুতিক গাড়িতে যথেচ্ছ এসি চালাচ্ছেন? কতটা কমছে গাড়ির রেঞ্জ? জানলে অবাক হবেন!

Electric Car: এসি চালালে আদৌ কী ইভির রেঞ্জ কমে? এই নিয়ে মানুষের কৌতুহলে শেষ নেই। সাধারণত ডিজেল-পেট্রোল গাড়িতে এসি চালালে মাইলেজ বেশ কিছুটা কমে যায়। এমন পরিস্থিতিতে ইলেকট্রিক গাড়িতে এসি চালালে রেঞ্জ বেশ খানিকটা কমবে এমনই প্রচলিত ধারণা হয়েছে মানুষের মধ্যে।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
EV AC Tips

এসি চালালে আদৌ কী ইভির রেঞ্জ কমে?

Electric Car: বৈদ্যুতিক গাড়ি কিনছেন? যথেচ্ছ এসি চালাচ্ছেন? কমছে গাড়ির রেঞ্জ? জানুন সত্যিটা! 

Advertisment

এসি চালালে আদৌ কী ইভির রেঞ্জ কমে? এই নিয়ে মানুষের কৌতুহলে শেষ নেই। সাধারণত ডিজেল-পেট্রোল গাড়িতে এসি চালালে মাইলেজ বেশ কিছুটা কমে যায়। এমন পরিস্থিতিতে ইলেকট্রিক গাড়িতে এসি চালালে রেঞ্জ বেশ খানিকটা কমবে এমনই প্রচলিত ধারণা হয়েছে মানুষের মধ্যে। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক ইভিতে এসি চালালে সত্যি কী গাড়ি কম মাইলেজ দেয়?

কথা হোক খোলামেলা! ১৪০ টাকার কমে প্রতিমাসে পান সীমাহীন কল, ডেটা! ওপেন চ্যালেঞ্জ BSNL-এর

বৈদ্যুতিক গাড়ি সম্পূর্ণভাবে ব্যাটারিতে চলে। এমন পরিস্থিতিতে ইভিতে এসি চালাতেও ব্যাটারি ব্যবহার করা হয়। সাধারণত অনেকের ধারণে এসি চালানোর ফলে ইভির রেঞ্জ প্রভাবিত হয়। ইলেকট্রিক গাড়িতে AC চালালে কতটা ব্যাটারি কমে যায় তা পরীক্ষার জন্য, Tata Curve EV-এর 55kWh ভেরিয়েন্ট এবং Nexon EV-এর 40.5kWh ভেরিয়েন্টে একটানা 30 মিনিটের জন্য AC চালু করা হয়। পরীক্ষার আগে Tata Curve EV ইভিতে 61 শতাংশ ব্যাটারি ছিল এবং নেক্সন ইভিতে 75 শতাংশ ব্যাটারি ছিল। এরপর গাড়ির এসির তাপমাত্রা 24 ডিগ্রিতে সেট করা হয়। ফলস্বরূপ, EV এর ব্যাটারি 30 মিনিট পরে কমে যায়। কিন্তু জানলে অবাক হবেন যে দুটি গাড়িতেই ৩০ মিনিট এসি চালানোর পর মাত্র এক শতাংশ ব্যাটারির চার্জ কমেছে।

আলোর উৎসবে খুশিতে মেতে উঠুন, পকেট বাঁচিয়ে দিওয়ালিতে প্রিয়জনকে দিন নজরকাড়া উপহার!

অর্থাৎ Tata Curve EV-তে ব্যাটারি  61% থেকে 60 শতাংশে নেমে এসেছে। একইভাবে, Nexon EV-এর ব্যাটারি 75% থেকে কমে 74% হয়েছে। এমন পরিস্থিতিতে, বলা যেতেই পারে যে ইভিতে এসি চালানো ডিজেল এবং পেট্রোল গাড়ির তুলনায় কম শক্তি খরচ করে। 

Tata Curvv EV-এর দাম এবং ফিচার্স: দেশীয় বাজারে Tata Curve EV-এর দাম 17.49 লক্ষ টাকা থেকে 21.99 লক্ষ টাকার এক্স-শোরুমের মধ্যে। Tata Curve EV দুটি ব্যাটারি প্যাক অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 45 ​​KWh এবং 55 KWh ক্ষমতার ব্যাটারি প্যাক রয়েছে।

ফুল চার্জে এটি যথাক্রমে 502 থেকে 585 কিলোমিটার রেঞ্জ (মাইলেজ) দেয়। নতুন Tata Curvv EV-তে 12.3-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 10.25-ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, এয়ার পিউরিফায়ার, অটো ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক সানরুফের মতো ফিচার্স রয়েছে।

বছর শেষে বিরাট আকর্ষণ! ফের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে কাঁপিয়ে আসছে OnePlus 13, কত দামে লঞ্চ?

Tata Nexon EV-এর দাম এবং ফিচার্স : Tata Nexon EV-এর প্রারম্ভিক মূল্য 12.50 লক্ষ টাকা৷ Tata Nexon.EV-তে 30kWh, 40.5kWh এবং 45kWh-এর ব্যাটারি প্যাক এর অপশন রয়েছে৷ যার রেঞ্জ যথাক্রমে 325 কিলোমিটার, 465 কিলোমিটার এবং 489 কিলোমিটার।

Electric Vehicle
Advertisment