প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, চীনা কোম্পানি বাইটড্যান্সের জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের মার্কিন সম্পদ বিক্রির সময়সীমা বাড়ানো হবে না।
মিশিগান যাওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, "হয় এটা বন্ধ হয়ে যাবে, নয়তো তারা তা বিক্রি করবে। টিক টক এর জন্য সময়সীমা বাড়ানো হবে না।"
টিকটক এই নির্দেশের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক মন্তব্য বা অনুরোধ জানায়নি।
বাইটড্যান্স ক্রেতা বেছে নিতে চাইছে যাতে তারা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই চুক্তি চূড়ান্ত করতে পারে এবং টিকটকের সম্পত্তি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন।
TikTok মানুষের নাচের ভিডিওর জন্য সর্বাধিক পরিচিত, যা কিশোর-কিশোরীদের মধ্যে ঢেউ তুলেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই ভিডিও অ্যাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাদের সম্পর্কে তথ্য বেইজিং-এ পাঠানো হচ্ছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। তবে টিকটক জানিয়েছে, তারা চীনা কর্তৃপক্ষের সঙ্গে ব্যবহারকারীর তথ্য বেচে দেওয়ার মতো কোন অনুরোধ মেনে চলবে না।
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রিপাবলিকান সিনেটর জশ হাওলি বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, তিনি ও সময়সীমা বাড়ানোকে সমর্থন করেন না।