New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/donald-trump.jpg)
ফাইল ছবি
ডোনাল্ড ট্রাম্প তার নতুন আইফোন নিয়ে খুশি নন। আর সেই মন্তব্যই ২০ হাজার বার রিটুইট হয়েছে সোশাল মিডিয়ায়।
ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোটে পছন্দ হচ্ছে আইফোনের টেন সিরিজের ফোন। কেন জানেন? কারণ আইফোন এখন তার ফোন থেকে তুলে নিয়েছে হোম বটম। যার ফলে সোয়াইপ করতে হচ্ছে ইউজারদের। যেটাতে মহাসমস্যায় পড়েছে মার্কিন প্রেসিডেন্ট। তার মন্তব্যে স্পষ্ট, নতুন আইফোনের এই ফিচার ব্যবহার করতে পারছেন না তিনি।
সদ্য টিম কুক'কে একটি টুইট করে তিনি জানিয়েছেন , বর্তমানে সোয়াইপের থেকে আইফোনের আগের হোম বাটনই ভালো ছিল।
To Tim: The Button on the IPhone was FAR better than the Swipe!
— Donald J. Trump (@realDonaldTrump) October 25, 2019
v
ডোনাল্ড ট্রাম্প তার নতুন আইফোন নিয়ে খুশি নন। আর সেই মন্তব্যই ২০ হাজার বার রিটুইট হয়েছে সোশাল মিডিয়ায়। তবে পরিষ্কারভাবে জানা যায়নি, মার্কিন প্রধানমন্ত্রী কোন ফোন ব্যবহার করেন তা জানতে পারা যায়নি।
উল্লেখ্য, আইফোন টেন থেকেই নেই হোম বাটন। Phone XS, XS Max, iPhone XR এবং সদ্য লঞ্চ হওয়া iPhone 11, 11 Pro এবং 11 Pro Max নেই হোম বাটন।
Read the full story in English