বন্ধুরা আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ যাতে পড়তে না পারে, তার জন্য কী করবেন?

আইফোন ইউজার দের জন্যও রয়েছে এই ফিচার। এক্ষেত্রেও একই নিয়ম তবে, আইফোনের ক্ষেত্রে প্রয়োজন ফেস আইডি।

আইফোন ইউজার দের জন্যও রয়েছে এই ফিচার। এক্ষেত্রেও একই নিয়ম তবে, আইফোনের ক্ষেত্রে প্রয়োজন ফেস আইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আমাদের ফোনটি যে কোনও জায়গায় হাত ছাড়া করলে অনেকের ফোন আনলক করে হোয়াটস‌অ্যাপে ঢুঁ দেওয়ার প্রবণতা রয়েছে। যা আমার আপনার কাররই খুব একটা পছন্দ নয়। এদিকে কিছু বলাও যায়না। অনেকে আবার নিজের গুপ্তচর সত্ত্বাকে জাগিয়ে খুঁটিনাটি আপনার গোপন কথোপকথন পড়তে থাকে। আপনার সঙ্গে কি কখনও এরকম কিছু ঘটেছে?

Advertisment

হোয়াটসঅ্যাপ সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য "আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট" নামে একটি গোপনীয়তা বজায় রাখার ফিচার নিয়ে এসেছে। এই ফিচারটি ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লক করতে দেয়। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারবেন।

Advertisment

আরও পড়ুন: শাওমি থেকে স্যামসাং, ফেব্রুয়ারি মাসে লঞ্চ হচ্ছে এক গুচ্ছের ফোন

কি ভাবে অ্যাক্টিভেট করবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার? হোয়াটসঅ্যাপ খোলার পর ডান দিকের কোনে তিনটি বিন্দুতে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করুন।অ্যাকাউন্টে ক্লিক করুন।অ্যাকাউন্টে ক্লিক করুন। ফিঙ্গারপ্রিন্ট লক্'এ ক্লিক করুন। অন করুন unlock with fingerprint। বাছাই করে নিন সময়- কতক্ষণ পর লক হবে আপনার হোয়াটসঅ্যাপ।অন করুন unlock with fingerprint। বাছাই করে নিন সময়- কতক্ষণ পর লক হবে আপনার হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন: করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাপেল শাওমির স্মার্টফোন সহ গোটা টেক দুনিয়া

আইফোন ইউজার দের জন্যও রয়েছে এই ফিচার। এক্ষেত্রেও একই নিয়ম তবে, আইফোনের ক্ষেত্রে প্রয়োজন ফেস আইডি।

Read the full story in English

Whatsapp