Drones for vaccines: শহর-গ্রামীণ এলাকায় তো বটেই, এমনকী প্রত্য়ন্ত এলাকায় টিকা পৌঁছে দিতে বড় পদক্ষেপ কেন্দ্র-রাজ্যের। এবার ড্রোনে করে প্রত্যন্ত এলাকায় টিকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। এই মর্মে ড্রোন অপারেটরদের কাছে দরপত্র চাইল আইসিএমআর। একইসঙ্গে তেলেঙ্গানা সরকার টিকা-চিকিৎসা সামগ্রী প্রত্যন্ত এলাকায় সরবরাহ করতে ফ্লিপকার্ট এবং ডুনজো সংস্থার সঙ্গে গাটছঁড়া বাঁধল।
১১ জুনের আইসিএমআরের টেন্ডারের নথি অনুযায়ী, এইচএলএল ইনফ্রা টেক সার্ভিসেস প্রত্যন্ত এলাকায় টিকা সরবরাহের জন্য নির্দিষ্ট কিছু অঞ্চলে ড্রোন সার্ভিস চালু করতে পারে। এই নিয়ে ওি সংস্থা আইআইটি-কানপুরের সঙ্গে আলোচনা করছে উড়ন্ত যানের প্রযুক্তির জন্য। গত এপ্রিলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আইসিএমআরকে ছাড়পত্র দেয় আইআইটি-কানপুরের সঙ্গে যৌথ উদ্যোগে টিকা সরবরাহের প্রযুক্তি তৈরির জন্য।
আরও পড়ুন অভাবনীয় অফার! দুর্দান্ত ৫টি রিচার্জ প্ল্যান আনল Jio
জানা গিয়েছে, আইসিএমআর চেষ্টা করছে ড্রোন পরিষেবার মাধ্যমে ৩৫ কিমি দূরত্ব অতিক্রম করে এবং ন্যূনতম ১০০ মিটার উচ্চতায় টিকা পৌঁছে দিতে। অন্তত ৪ কেজি ওজন বহন করতে সক্ষম এমন ড্রোন এই পরিষেবায় কাজে লাগানো হবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যাবতীয় সুরক্ষা ও বিধি মেনেই সেই পদক্ষেপ হবে।
তবে প্যারাশুটে করে টিকা বা চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হবে না। ইতিমধ্যেই স্পাইসজেট, ডুনজো এয়ার কনসোর্টিয়াম, স্কাইলার্ক ড্রোনস এন্ড সুইগি, ক্লিয়ারস্কাই ফ্লাইট কনসোর্টিয়াম, থ্রটল এরোস্পেস সিস্টেমস এন্ড ভার্জিনিয়া টেক ইন্ডিয়ার মতো সংস্থা দরপত্র দিয়েছে বলে খবর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন