Advertisment

১৫ শতাংশ খরচ কম ডিটিএইচের নতুন পরিকাঠামোয়, দাবি কেন্দ্রের

শুধুমাত্র মেট্রো সিটি গুলোতেই নয়, মফঃস্বলেও ৫ থেকে ১০ শতাংশ খরচ কমেছে ডিটিএইচ পরিষেবায়। লোকসভার বর্ষাকালীন অধিবেশনের নিম্নকক্ষে ট্রাইয়ের নতুন পরিকাঠামোর তথ্য পেশ করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) - নতুন পরিকাঠামোয় খরচ কমেছে বলে দাবি ভারত সরকারের। ভারতের শহরবাসীর ডিটিএইচ সাবক্রাইবারদের খরচ কমেছে ১০ থেকে ১৫ শতাংশ। শুক্রবার লোকসভায় লিখিত ভাবে একথা জানিয়েছেন,তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকার।

Advertisment

শুধুমাত্র মেট্রো শহরগুলিতেই নয়, মফঃস্বলেও ৫ থেকে ১০ শতাংশ খরচ কমেছে ডিটিএইচ পরিষেবায়। লোকসভার বর্ষাকালীন অধিবেশনের নিম্নকক্ষে ট্রাইয়ের নতুন পরিকাঠামোর তথ্য পেশ করা হয়।

কিছু ক্ষেত্রে অবশ্য সামান্য খরচ বেড়েছে। সে কথাও উল্লেখ আছে তার লিখিত খসড়ায়। মন্ত্রী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, যে ভোক্তাদের চ্যানেল বাছাই সহজ করার জন্য ট্রাই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পরিষেবা সরবরাহকারী ওয়েবসাইট, চ্যানেল নম্বর ৯৯৯ ,এ অভিযোগ জানাতে পারেন গ্রাহকরা। যে অভিযোগ গ্রহণ করার জন্য ট্রাই তৈরি করেছে কল সেন্টার।

উল্লেখ্য, নতুন নিয়মে গ্রাহকরা নিজের ইচ্ছামত চ্যানেল বেছে নিতে পারবেন। নয়া নিয়মে গ্রাহককে প্রতি মাসে নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি (এনসিএফ) দিতে হবে। ১০০টি চ্যানেল প্যাকের জন্য এনসিএফ বাবদ খরচ হবে ১৩০ টাকা। বেসিক ১০০টি চ্যানেলের মাসিক প্যাকের সঙ্গে আরও অন্যান্য চ্যানেল নিলে, সেগুলির নিজস্ব দাম ছাড়াও ২৫টি চ্যানেলের স্ল্যাব বাবদ আরও ২০ টাকা অতিরিক্ত এনসিএফ দিতে হবে। এভাবে যা দাম দাঁড়াবে তার সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যুক্ত হবে। আর যদি, আপনি বেসিক ১০০টি চ্যানেলই কেবল নেন, সে ক্ষেত্রে ১৩০ টাকা এবং ১৮% জিএসটি যোগ করে মোট ১৫৩ টাকা বিল হবে।

অর্থাৎ আপনি যদি মোট ১৫০ টি চ্যানেল বেছে নেন, তাহলে আপনার NCF হবে ১৩০+২০+২০=১৭০ টাকা, সঙ্গে ১৮ শতাংশ জিএসটি, মোট খরচ হবে ২০০ টাকা। মনে রাখবেন এটি শুধুমাত্র নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি। সংশ্লিষ্ট পেইড চ্যানেলের যা দাম তা জিএসটি-সহ যোগ হবে আপনার বিলে। এরই মধ্যে টাটা স্কাই নিয়ে এসেছে নতুন চ্যানেল প্যাক এবং প্ল্যান।

Read the full story in English

Telecom Regulatory Authority of India
Advertisment