Advertisment

How to Keep Your Ears Safe Using Earphones: হতে পারে চরম বিপদ! অতিরিক্ত ইয়ারফোন ব্যবহার করছেন? আজই সাবধান হোন

স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় ওয়্যারলেস ইয়ারবাডস-র ব্যবহারের প্রবণতা আগের থেকে বেড়ে গিয়েছে বহুগুণে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Earphones, Earbuds, Tech news, Long-term use of wireless earbuds risks, Ear infections from earbuds, Cleaning earbuds to prevent infection, Wireless earbuds and ear wax buildup, Skin irritation from earbuds, Preventing ear infections from earbuds, Health risks of using earbuds, Earbuds safety tips, Earbuds bacteria and fungus, Ear pain from long-term earbud use, Earbuds and hearing problems, How to clean wireless earbuds, Avoiding ear infections with earbuds, Safe use of Bluetooth earbuds, Earbuds causing ear discomfort, Wireless earbuds hygiene tips, Earbuds usage and ear infections, Preventing ear irritation from earbuds, Earbuds causing ear allergies, Long-term effects of using earbuds

স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় ওয়্যারলেস ইয়ারবাডস-র ব্যবহারের প্রবণতা আগের থেকে বেড়ে যাচ্ছে বহুগুণে।

ইয়ারফোন অতিরিক্ত ব্যবহার করছেন! জানেন কতটা এই সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন আপনি?

Advertisment

স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় ওয়্যারলেস ইয়ারবাডস-র ব্যবহারের প্রবণতা আগের থেকে বেড়ে যাচ্ছে বহুগুণে। তবে ওয়্যারলেস ইয়ারবাডসগুলি দীর্ঘদিন ব্যবহার করলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের কারণে কানের সংক্রমণ হতে পারে।

যখন থেকে স্মার্টফোনের প্রবণতা বেড়েছে, মানুষের মধ্যে ইয়ারফোনের ব্যবহারও বেড়েছে অনেকটাই। আজকাল, অনেকেই ওয়্যারলেস ইয়ারবাডস ব্যবহার করছেন। কিন্তু যদি দীর্ঘ সময় ধরে ইয়ারবাডস ব্যবহার করেন তবে এটি আপনার কানের সংক্রমণের কারণও হতে পারে। চলুন জেনে নিই দীর্ঘক্ষণ ইয়ারবাড ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে এবং কীভাবে তা এড়ানো যায়।

দীর্ঘক্ষণ ইয়ারফোন ব্যবহার করলে কিছু সমস্যায় পড়তে হতে পারে। যেমন-

-দীর্ঘদিন ধরে ইয়ারফোন ব্যবহার করলে এতে ব্যাকটেরিয়া এবং ছত্রাক জমে যেতে পারে যা কানে পৌঁছে সংক্রমণ ঘটাতে পারে।

-দীর্ঘ সময় ধরে ইয়ারবাড ব্যবহার করার ফলে শ্রবণ সমস্যা বা সংক্রমণের কারণ হতে পারে।

-ক্রমাগত ইয়ারবাড ব্যবহারের কারণে কিছু মানুষের অ্যালার্জির সমস্যা হতে পারে, যার কারণে কানে চুলকানি, লালভাব এবং ফোলাভাব দেখা যেতে পারে।

-কানে ব্যথা, ফোলা, জ্বালা-ভাবের মতো কোনো সমস্যা হলে থাকলে ইয়ারবাড ব্যবহারে সতর্ক থাকুন।

কিছু বিষয় খেয়াল রাখলে সংক্রমণ এড়ানো যায়

-প্রস্তুতকারক সংস্থার দ্বারা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ইয়ারবাডগুলি ব্যবহার করুন৷

-সময়মতো এগুলি পরিষ্কার করতে থাকুন কারণ ইয়ারবাড নোংরা হওয়া সংক্রমণের একটি বড় কারণ হতে পারে।

-সাঁতার কাটা এবং দৌড়ানোর পরে, কান ভাল করে শুকিয়ে নিন এবং তবেই ইয়ারবাড ব্যবহার করুন। যদি কানে জল বা ঘাম অথবা কানে আর্দ্রতা থাকা অবস্থায় ইয়ারবাড ব্যবহার করেন তাহলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

-এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলে কিছু সময়ের জন্য ইয়ারফোন ব্যবহার করবেন না।

-যদি ইয়ারফোনগুলি খুব নোংরা হয়ে থাকে ব্যবহারের আগে সেগুলি ভালভাবে পরিষ্কার করুন এবং যদি পরিষ্কার না হয় তবে ইয়ারফোনগুলি বদলে ফেলুন।

Tech News
Advertisment