Advertisment

আপনার জ্ঞানভাণ্ডার বাড়াতে পারে এই পাঁচটি অ্যাপ

জানেন কি অ্যাপের মাধ্যমেই গড়ে ফেলতে পারেন কেরিয়ার, এমনকি বাড়িয়ে ফেলতে পারেন জ্ঞানের পরিধি! এখানে দেওয়া থাকল এরকমই কিছু অ্যাপের সন্ধান যা মিলবে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। 

author-image
IE Bangla Web Desk
New Update
আপনার জ্ঞানভাণ্ডার বাড়াতে পারে এই পাঁচটি অ্যাপ

জেনে নিন কি কি শিক্ষামুলক অ্যাপ আছে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে

কিছু বছর আগে ছিল কম্পিউটার। এখন নাগরিকদের নির্ভরতার মাইলস্টোন হয়ে উঠেছে স্মার্টফোন। সকালের শরীরচর্চা থেকে শুরু করে বিকেলের তো আছেই, জানেন কি অ্যাপের মাধ্যমেই গড়ে ফেলতে পারেন কেরিয়ার, এমনকি বাড়িয়ে ফেলতে পারেন জ্ঞানের পরিধি! এখানে দেওয়া থাকল এরকমই কিছু অ্যাপের সন্ধান যা মিলবে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।

Advertisment

১) linkedin learning

কর্মক্ষেত্রে দক্ষতা বাড়াতে ও নতুন কিছু শিখতে হলে বেছে নিন linkedin learning অ্যাপটি। যা আপনার কেরিয়ারে সাহায্য করবে বলাই বাহুল্য। নিজস্ব দক্ষতার কথা জানিয়ে বানিয়ে ফেলুন প্রোফাইল। দক্ষতা বাড়লে তা আপডেট করতে ভুলবেন না। যোগ্যতা অনুসারে আপনি পেতে থাকবেন বিশেষজ্ঞের পরামর্শ।ব্যবহারকারীরা সার্চ বক্সে ক্লিক করে বিভিন্ন কোর্সগুলি দেখতে পারবেন।

Linkdine learning কেরিয়ার গড়তে সাহায্য করবে এই অ্যাপ

২) Khan Academy

khan academy নন প্রফিট এডুকেশানাল অরগানাইজেশনের khan academy অ্যাপ

সম্পূর্ণ বিনামূল্যে আপনি ব্যবহার করতে পারবেন নন প্রফিট এডুকেশানাল অরগানাইজেশন khan academy অ্যাপটি। খান অ্যাকাডেমির অ্যাপে গণিত, বিজ্ঞান, কম্পিউটিং এবং আরও অনেকগুলি বিষয়ে শেখার সুযোগ রয়েছে। তবে এই অ্যাপের মাধ্যমে কোনও সার্টিফিকেট পাওয়া যায় না। এই অ্যাপটি প্রতিদিনই  বিভিন্ন বিষয়ে আপডেটেড হতে থাকে। এই অ্যাপে রয়েছে ইতিহাসের বিভিন্ন বিষয়ও রয়েছে। এর  মধ্যে শিল্পকলার ইতিহাস, বিশ্ব ইতিহাস, ও আমেরিকার না জানা ইতিহাস উল্লেখযোগ্য।

৩) Udemy

udemy app udemy অ্যাপে কোর্স করতে গাঁটের কড়ি খরচ করতে হবে আপনাকে

এই অ্যাপটি খান অ্যাকাডেমির মত ফ্রি নয়। সংস্থার দাবি, এখান থেকে ২০ মিলিয়ন ছাত্রছাত্রী কোর্স করেছে বলে সংস্থার দাবি। একই সঙ্গে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ৩০ হাজার অভিজ্ঞ পেশাদার এখানে ছাত্রছাত্রীদের সহায়তায় নিযুক্ত রয়েছেন। গতানুগতিক পড়াশোনা নয়, এখানে শেখানো হয় ওয়েব ডেভলপমেন্ট, ফটোগ্রাফি, মিউজিক, এবং যোগা।

আরও পড়ুন : Cooler Helmet: বাইকাররা গরমে অভিনব উপায়ে ঠান্ডা রাখুন মাথা

৪) Coursera

বিনামূল্যে শিক্ষামূলক অ্যাপের কথা যখন এসেই পড়ল, তখন  বাদ দিতে পারবেন না এই coursera অ্যাপটি। এই অ্যাপটি udemy অ্যাপের মতোই বলা চলে। এখনেও বিভিন্ন বিষয়ে কোর্সের সুযোগ আছে। এখানে কোর্সে করার জন্য  এনরোলমেন্টের সময়ে টাকা নেওয়া হয়। অভিজ্ঞ শিক্ষক দিয়েই কোর্স করানো হয় coursera অ্যাপে।

coursera app এখানে কোর্সের জন্য টাকা নেওয়া হয় এনরোলমেন্টের সময়ে

৫) Edx

edx অ্যাপটিও udemy এবং coursera অ্যাপের মতই শিক্ষামূলক অ্যাপ

এই অ্যাপটিও udemy এবং coursera অ্যাপের মতই শিক্ষামtলক অ্যাপ। কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় অনুমোদিত কোর্স চালানো হয় এখানে। তার মধ্যে রয়েছে, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স ইত্যাদি।

smartphone
Advertisment