Eid Mubarak 2025, Wishes And Messages: খুশির ঈদে কাছের মানুষের মন জয় করুন, সেরা শুভেচ্ছায় ভরিয়ে দিন আপনজনকে

Eid-ul-Fitr 2025: দেশ জুড়ে আজ পালন করা হচ্ছে খুশির ঈদ। এই আবহে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Eid-ul-Fitr 2025: দেশ জুড়ে আজ পালন করা হচ্ছে খুশির ঈদ। এই আবহে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Tech Desk
New Update
eid

খুশির ঈদে কাছের মানুষের মন জয় করুন, সেরা শুভেচ্ছায় ভরিয়ে দিন আপনজনকে

Eid Mubarak Wishes 2025: দেশ জুড়ে আজ পালন করা হচ্ছে খুশির ঈদ। এই আবহে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। 

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উর্দু ও বাংলা দুই ভাষাতেই ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "ঈদ মোবারক, ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷"

'ঈদ মোবারক' হল একটি আরবি শব্দ যার অর্থ হল “আনন্দ উদ্‌যাপন কল্যাণময় হোক”। প্রত্যেক বছরই ধর্মপ্রাণ মুসলিমরা এই পবিত্র রমজান মাস ও পবিত্র এই দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। ঈদের এই দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষের উৎসাহ এবং উদ্দীপনা তুঙ্গে  খুশির ইদ উপলক্ষে আপনিও নিজের প্রিয় জনকে পাঠান ঈদের শুভেচ্ছা বার্তা। 

Advertisment

ঈদের সেরা কিছু শুভেচ্ছাবার্তা

'রঙ লেগেছে মনে। মধুর এই খনে। তোমায় আমি রাঙ্গিয়ে দেব ঈদের এই দিনে'। ঈদ মোবারাক!  

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
'ঈদ মোবারক'! 

কিছু স্মৃতি নিরবে থেকে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়, অনাবিল খুশিতে ভরে উঠুক সকলের জীবন 
'ঈদ মোবারক'! 

'ঈদ মোবারক'! এই বিশেষ দিনটি সকলের জন্য শান্তি, সুখ  এবং সমৃদ্ধি বয়ে আনুক। আপনার এবং আপনার পরিবারকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা! 

ঈদের এই পবিত্র দিনে, আপনার হৃদয় ভালোবাসায়, আপনার আত্মা শান্তিতে এবং আপনার সংসার হাসি-খুশিতে ভরে উঠুক। আপনাকে ঈদের প্রাণভরা শুভেচ্ছা।

এই ঈদ হোক আপনার এবং আপনার পরিবারের জন্য নতুন সুযোগ, অফুরন্ত আনন্দ এবং সীমাহীন আশীর্বাদের সূচনা। ঈদ মোবারক!

ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সংসার ভালোবাসায়,  হৃদয় বিশ্বাসে এবং আপনার জীবন শান্তিতে ভরে উঠুক। 'ঈদ মোবারক'!

ছোট বড় সকলের মুখে হাসি ফুটে উঠুক,পবিত্র ঈদ হয়ে উঠুক আনন্দময়। আপনাকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। 

এই ঈদ আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিক! 'ঈদ মোবারক'!

ঈদের শুভেচ্ছা ইংরাজিতে

"Eid Mubarak! May this festival bring endless peace, harmony, and prosperity to you and your family."

"I wish you and your loved ones a prosperous Eid. I hope that your day is filled with love, laughter, and blessings."

"May Allah always bless you with health, success, and happiness. Eid Mubarak!"

"On this auspicious day of Eid, may all your prayers be answered by the almighty."

"Wishing you a blessed Eid filled with love and forgiveness."

"May you and your family have a wonderful celebration. I hope that the spirit of Eid brings love, harmony, and kindness into your life."

"Eid Mubarak! May this special and joyous day bring you closer to Allah and shower you with immense blessings."

"On this lovely Eid, may serenity enter your heart and the hearts of those you love. Eid Mubarak!"

"Eid Mubarak! May this auspicous day of Eid bring peace, joy, and success to your soul, heart, and work."

"On this beautiful occasion, may you find immeasurable reasons to laugh, smile, and be grateful. Eid Mubarak!"

eid