New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/05/BDi006SoVzSpeR1eeqi0.jpg)
বোতাম টিপলেই মিলবে 'উষ্ণতার' অনুভূতি! হাড় কাঁপানো ঠান্ডা থেকে নিমেষেই মিলবে মুক্তি Photograph: (ফাইল)
বোতাম টিপলেই মিলবে 'উষ্ণতার' অনুভূতি! হাড় কাঁপানো ঠান্ডা থেকে নিমেষেই মিলবে মুক্তি Photograph: (ফাইল)
Electric Blanket: বোতাম টিপলেই মিলবে 'উষ্ণতার' অনুভূতি! হাড় কাঁপানো ঠান্ডা থেকে নিমেষেই মিলবে মুক্তি
প্রচণ্ড ঠাণ্ডার হাত থেকে রেহাই পেতে বৈদ্যুতিক কম্বল বেস্ট চয়েস। আজকের এই প্রতিবেদনে সিঙ্গেল এবং ডাবল বেডের জন্য আপনি কত দামে বৈদ্যুতিক কম্বল পাবেন তা জেনে নিন। প্রত্যেকের চাহিদা আলাদা, কেউ বিছানার জন্য সিঙ্গেল বেডের বৈদ্যুতিক কম্বল কেনেন আবার কেন কেউ ডাবল বেডের বৈদ্যুতিক কম্বলের সন্ধান করেন ।
এই বৈদ্যুতিক কম্বলটি Amazon-এ 55 শতাংশ ছাড়ের পরে 1804 টাকায় (MRP 3999 টাকা) বিক্রি হচ্ছে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে আর কষ্ট না পেয়ে আজই নিজের জন্য অর্ডার করুন এই বৈদ্যুতিক কম্বল।
আপনি যদি একটি সিঙ্গেল বেডের একটি বৈদ্যুতিক কম্বল কিনতে চান, তাহলে আপনি এই কম্বলটি 30 শতাংশ ছাড়ের পরে, 1599 টাকায় কিনতে পারবেন। পাশাপাশি এই কম্বল আপনি পাবেন থেকে 10 বছরের ওয়ারেন্টি । কম্বলের পাশাপাশি, বৈদ্যুতিক বেডশিট আপনি Amazon-এ 57 শতাংশ ছাড়ের পরে 858 টাকায় (MRP 1999 টাকা) পেয়ে যাবেন।
যে কোন বৈদ্যুতিক কম্বল ব্যবহার করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরী যেমন কম্বলটি যখন ব্যবহার করা হচ্ছে না তখন অপ্রয়োজনীয়ভাবে ইলেকট্রিক চার্জে কম্বলটি ফেলে রাখবেন না। এ ছাড়া রোলিং বা ভাঁজ করার পর সেটি গরম করবেন না।