New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/20/HXv6sgSbbtwvI6YHnvAS.jpg)
ইন্টারসিটি পরিবহনে বিপ্লব আনতে চলেছে Sarala Aviation! Photograph: (ফাইল চিত্র)
ইন্টারসিটি পরিবহনে বিপ্লব আনতে চলেছে Sarala Aviation! Photograph: (ফাইল চিত্র)
Bharat Mobility Global Expo 2025: ইন্টারসিটি পরিবহনে বিপ্লব আনতে চলেছে Sarala Aviation! গতি এতটাই যে আপনাকে দিল্লি কলকাতা পৌঁছে যাবেন মাত্র কয়েক মিনিটেই। জানা গিয়েছে খুব শীঘ্রই ভারতের পরিবহন ব্যবস্থায় ভোল বদলে লন হতে চলেছে এই এয়ার ট্যাক্সি। দিল্লিতে অনুষ্ঠিত অটো এক্সপো ২০২৫-এ নতুন এয়ার ট্যাক্সি সামনে আনল Sarala Aviation। নয়া এই এয়ার ট্যাক্সির নাম Shunya!
Sarala Aviation যে এয়ার ট্যাক্সিটি সামনে এনেছে সেটি eVTOL প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। সংস্থা সূত্রে জানা গিয়েছে ২০২৮ সালের মধ্যে বেঙ্গালুরু থেকে এই এয়ার ট্যাক্সি চালু করার পরিকল্পনা রয়েছে। বেঙ্গালুরুতে চালু হওয়ার পরপরই মুম্বই, দিল্লি, পুনে এবং ভারতের অন্যান্য বড় শহরে আনা হবে বিশেষ এই এয়ার ট্যাক্সি।
এয়ার ট্যাক্সি ঘন্টায় ২৫০ কিলোমিটার গতি অতিক্রম সক্ষম। উদাহরণস্বরূপ, দিল্লি থেকে দেরাদুনের দূরত্ব প্রায় ২৫৫ কিলোমিটার, যা অতিক্রম করতে সময় লাগবে ১ ঘন্টা। জানা গিয়েছে এই এয়ার ট্যাক্সিটি ২০ থেকে ৩০ কিলোমিটারের স্বল্প দূরত্বের জন্য ব্যবহার করা হবে। যার উদ্দেশ্য হল পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনা। বিশেষ এই এয়ার ট্যাক্সিতে ৬ জন যাত্রী এবং ১ জন পাইলট বসতে পারেন। ৬৮০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম এই এয়ার ট্যাক্সিটি ।
যদি আমরা খরচের কথা বলি, তাহলে এর শুরুর ভাড়া প্রিমিয়াম ট্যাক্সি পরিষেবার সমান। সংস্থার তরফে জানানো হয়েছে যানজট এবং দূষণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় এয়ার ট্যাক্সি পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনবে।