/indian-express-bangla/media/media_files/2025/06/29/electric-scooter-india-2025-06-29-14-10-54.jpg)
Electric Scooter India: নতুন ইলেকট্রিক টু হুইলার।
Electric Scooter India: ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা প্রতিদিনই বাড়ছে। ডিজেল-পেট্রোলের দামে আগুন, পরিবেশ সচেতনতা ও আধুনিক প্রযুক্তি—সব মিলিয়ে গ্রাহকরা এখন ঝুঁকছেন ইলেকট্রিক যানবাহনের দিকে। এই আবহে আলট্রাভায়োলেট অটোমোটিভ (Ultraviolette Automotive) এর দুটি আসন্ন টু-হুইলার গাড়ি—Tesseract ও Shockwave—লঞ্চের আগেই সাড়া ফেলেছে।
Tesseract: ভবিষ্যতের ইলেকট্রিক স্কুটার
Tesseract একাধারে ফিউচারিস্টিক ডিজাইন, হাই টেকনোলজি ও শক্তিশালী স্পেসিফিকেশনের সমন্বয়।
আরও পড়ুন- অবিশ্বাস্য ছাড়! বিরাট সাশ্রয়ে কিনুন 'লাখ টাকার' Google Pixel 9 Pro XL, DSLR-ও ফেল!
বুকিং:
এখনও পর্যন্ত ৬০,০০০-এর বেশি বুকিং
শুধুমাত্র ৩ মাসে ১০,০০০ বুকিং
ডেলিভারি: ২০২৬ সালের প্রথমদিকেই
দাম ও ভ্যারিয়েন্ট:
আরও পড়ুন- জুলাই থেকে এই নিয়মগুলি বদলে যাবে, সরাসরি প্রভাব পড়বে আম-আদমির পকেটে
দাম শুরু: ১.৪৫ লক্ষ টাকা থেকে
ব্যাটারি: ৩.৫, ৫ ও ৬ কিলোওয়াট/ঘণ্টাপ্রতি
রেঞ্জ: ১৬০–২৬০ কিমি
টপ স্পিড: ১২৫ কিমি/ঘণ্টা
ফিচারস:
সামনের ও পিছনে রাডার
ব্লাইন্ড স্পট ডিটেকশন সহ রিয়ারভিউ মিরর
ইনবিল্ট ড্যাশক্যাম
হিল হোল্ড, ট্র্যাকশন কন্ট্রোল
৪-লেভেল রিজেনারেটিভ ব্রেকিং
ডুয়াল-চ্যানেল ABS
এই ধরনের বৈশিষ্ট্য সাধারণত ৩-৪ লক্ষ টাকা মূল্যের গাড়িতে দেখা যায়, অথচ Tesseract কম দামে এইসব সুবিধা দিচ্ছে।
আরও পড়ুন- এসি রিমোটেই লুকিয়ে আসল সিক্রেট! কোন মোডে মিলবে আসল তৃপ্তি?
Shockwave: অফ-রোড প্রেমীদের পছন্দের
যাঁরা রাফ অ্যান্ড টাফ বাইক খুঁজছেন তাঁদের জন্য Ultraviolette নিয়ে এসেছে Shockwave। এটি একদিকে স্টাইলিশ, পাওয়ারফুল ও অ্যাডভেঞ্চারের জন্য পুরো তৈরি।
আরও পড়ুন- কীভাবে আবেদন? কত ফি? কোন কোন শহরে মিলবে সুবিধা? ই-পাসপোর্ট নিয়ে রইল একেবারে লেটেস্ট আপডেট
বুকিং:
এখনও পর্যন্ত ৭,০০০-এর বেশি বুকিং
দাম শুরু: ১.৭৫ লক্ষ টাকা
স্পেসিফিকেশন:
১৪.৫ বিএইচপি ইলেকট্রিক মোটর
৪ কিলোওয়াট ব্যাটারি
রেঞ্জ: ১৬৫ কিমি
০-৬০ কিমি/ঘন্টা: ২.৯ সেকেন্ড
টপ স্পিড: ১২০ কিমি/ঘন্টা
ফিচারস:
সম্পূর্ণ LED হেডলাইট
স্টিল ফ্রেম
টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক
মনোশক রিয়ার
২১ ইঞ্চি ফ্রন্ট ও ১৭ ইঞ্চি রিয়ার স্পোক হুইল
৬-লেভেল রিজেনারেশন
সুইচেবল ডুয়াল ABS
এই বাইকটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে অফ-রোড ট্র্যাকে চালানো যায় এবং পারফরম্যান্স খুব ভালো থাকে।
কেন এত চাহিদা?
Tesseract ও Shockwave দুটি আলাদা ধরনের ব্যবহারকারীর চাহিদা পূরণ করছে।
Tesseract: শহুরে স্মার্ট রাইডারের জন্য
Shockwave: অ্যাডভেঞ্চারপ্রেমী অফ-রোড রাইডারদের জন্য
উভয় গাড়িতেই cutting-edge ফিচার, আধুনিক ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি-পাওয়ার কম্বিনেশন রয়েছে। তাই এক কথায় বলা যায়—'Electric Future Is Already Booked!'