Electric Scooters Without License: শহুরে রাইডিংয়ে একেবারে পারফেক্ট! নেই লাইসেন্সের ঝামেলা, কোন ই-স্কুটারটি আপনার জন্য সেরা?

Electric Scooters Without License: বর্তমানে ভারতের বাজারে এমন বেশ কিছু ইলেকট্রিক স্কুটার পাওয়া যাচ্ছে, যেগুলো চালাতে প্রয়োজন নেই কোনও ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন।

Electric Scooters Without License: বর্তমানে ভারতের বাজারে এমন বেশ কিছু ইলেকট্রিক স্কুটার পাওয়া যাচ্ছে, যেগুলো চালাতে প্রয়োজন নেই কোনও ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন।

author-image
IE Bangla Tech Desk
New Update
electric-scooter-without-license-india-2025

শহুরে রাইডিংয়ে একেবারে পারফেক্ট! নেই লাইসেন্সের ঝামেলা, কোন ই-স্কুটারটি আপনার জন্য সেরা?

Electric Scooters Without License:  বর্তমানে ভারতের বাজারে এমন বেশ কিছু ইলেকট্রিক স্কুটার পাওয়া যাচ্ছে, যেগুলো চালাতে প্রয়োজন নেই কোনও ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের (MoRTH) নিয়ম অনুযায়ী, যেসব স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘণ্টার কম এবং মোটর শক্তি ২৫০ ওয়াট বা তার কম, সেগুলোর জন্য আলাদা করে লাইসেন্সের প্রয়োজন পড়ে না।

Advertisment

এই ধরনের স্কুটারগুলি বিশেষভাবে উপযোগী স্কুল-কলেজ পড়ুয়া, প্রবীণ নাগরিক এবং মহিলাদের । চলুন দেখে নেওয়া যাক সেরা পাঁচটি এমন ইলেকট্রিক স্কুটার, যেগুলি চালাতে আপনি বা আপনার পরিবারের সদস্যরা  লাইসেন্স ছাড়াই ব্যবহার করতে পারবেন।

স্টাইল ডিজাইন চমকে দেবে, ফিচারে অনায়াসেই টেক্কা সব ব্র্যান্ডকে, কেন কিনবেন এই ই স্কুটার?

১. Ampere Reo Li

Advertisment
  • রেঞ্জ: ৫০-৬০ কিমি (একবার চার্জে)
  • মোটর শক্তি: ২৫০ ওয়াট
  • বিশেষত্ব: হালকা ওজন, দুর্দান্ত ডিজাইন
  •  কলেজ পড়ুয়া ও প্রবীণ নাগরিকদের জন্য দুর্দান্ত বিকল্প। 

২. Okinawa Lite

  • রেঞ্জ: ৫০ কিমি ( সিঙ্গেল চার্জে) 
  • মোটর শক্তি: ২৫০ ওয়াট
  • বিশেষত্ব: নজরকাড়া ডিজাইন, শহরে যাতায়াতের জন্য একেবারে পারফেক্ট 
  • মহিলাদের জন্য বিশেষভাবে উপযোগী

৩. Joy E-Bike Glob

  • রেঞ্জ: ৬০ কিমি
  • মোটর শক্তি: ২৫০ ওয়াট
  • বিশেষত্ব: সামনের ও পিছনের ডিস্ক ব্রেক, উন্নত নিরাপত্তা
  • উপযোগী: তরুণদের জন্য ফ্যাশনেবল ও বিশেষ ভাবে নিরাপদ। 

৪. Okaya Freedum

  • রেঞ্জ: ৭৫ কিমি
  • মোটর শক্তি: ২৫০ ওয়াট
  • বিশেষত্ব: ১০টি রঙের অপশন, ড্রাম ব্রেক
  • উপযোগী: দৈনন্দিন অফিস বা বাজার যাওয়ার জন্য নির্ভরযোগ্য মাধ্যম। 

৫. Evolet Derby

  • রেঞ্জ: ৯০ কিমি
  • মোটর শক্তি: ২৫০ ওয়াট
  • বিশেষত্ব: ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম, সামনের ডিস্ক ও পিছনের ড্রাম ব্রেক
  • উপযোগী: যাদের দীর্ঘ রেঞ্জ প্রয়োজন তাদের জন্য এই ই-স্কুটার একেবারে পারফেক্ট। 

ভুল জায়গায় বসাচ্ছেন এসির Outdoor Unit? জানেন কী মারাত্মক ক্ষতি হতে পারে? জানুন সঠিক নিয়ম

Electric scooter