Advertisment

ট্যুইটারের সিইও পদ ছাড়বেন ইলন মাস্ক? ট্যুইট ঘিরে তুঙ্গে জল্পনা

কে হতে চলেছেন ট্যুইটারের নতুন সিইও?

author-image
IE Bangla Tech Desk
New Update
ew twitter ceo, who is new twitter ceo, elon musk, elon musk twitter ceo, twitter ceo, linda yaccarino

ইলন মাস্ক

টুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করতে চলেছেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি ঘোষণা করেছেন যে টুইটার বা এক্স কর্পের জন্য নতুন এক সিইওকে নিয়োগ করতে চলেছেন তিনি। যদিও তাঁর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। মাস্ক এক ট্যুইটবার্তায় জানিয়েছেন, নতুন সিইও পদে দায়িত্ব নিতে চলেছেন এক মহিলা। তিনি জানিয়েছেন আগামী ৬ সপ্তাহের মধ্যেই নতুন সিইও তার দায়িত্ব সামলাবেন। তাৎপর্যপূর্ণভাবে, ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই নতুন সিইও-র সন্ধান চলছিল, এখন ইলন মাস্কের এই ঘোষণার পরে, সিইও পদে নিয়োগে চূড়ান্ত সিলমোহর পড়েছে।

Advertisment

ইলন মাস্ক গত অক্টোবরে টুইটার অধিগ্রহণ করেন তারপর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারের সিইও হিসাবে তিনিই দায়িত্ব সামলাচ্ছেন। নতুন সিইও আসার পর তার ভূমিকা বদলে যাবে। মাস্ক টুইটারে পোস্ট করেছেন 'আমি এক্স টুইটারের জন্য নতুন সিইও নিয়োগ করেছি, এই ঘোষণা করতে পেরে আমি আনন্দিত'। গুজব রটেছে এনবিসি ইউনিভার্সাল এগজেকিউটিভ লিন্ডা ইয়াকারিনোই হতে চলেছেন ট্যুইটারের নতুন সিইও

আগামী ৬ সপ্তাহের মধ্যেই তিনি তার দায়িত্ব সামলাবেন। তার টুইটে, মাস্ক উল্লেখ করেছেন, সিইও পদে যাকে বাছাই করা হয়েছে তিনি এক মহিলা। এছাড়াও মাস্ক জানিয়েছে নতুন সিইও দায়িত্ব নেওয়ার সিটিও হিসেবে প্রোডাক্ট, সফটওয়্যার ও সিসপসের তদারকি করবেন তিনি।

ট্যুইটারের সিইও পদে মাস্কের পদত্যাগ নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। তিনি নিজেই বলেছিলেন সিইও পদ থেকে পদত্যাগ করতে চলেছেন খুব শীঘ্রই। ইলন মাস্ক ট্যুইটার অধিগ্রহণের পর থেকে আমূল বদল হয় ট্যুইটারের। হাজার হাজার কর্মী ছাঁটাই থেকে শুরু করে ট্যুইটার ব্লু সাবক্রিপশন চালু করেন তিনি। সম্প্রতি তিনি WhatsApp-এর ন্যায় ট্যুইটারেও ভিডিও কলিং এবং চ্যাটিং-এর সুবিধা নিয়ে আসতে চলেছেন।

twitter
Advertisment