scorecardresearch

ইলন মাস্কের বড় ঘোষণা, এখন চ্যাটিং ও ভিডিও কলিং টুইটারেও

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপও এনক্রিপ্টেড মেসেজিং এবং ভয়েস কল অফার করে।

whatsapp, elon musk on whatsapp, whatsapp cant be trusted elon musk, whatsapp using mic without permission, whatsapp privacy settings, whatsapp security, twitter, twitter voice calls",

মাইক্রোব্লগিং সাইট টুইটারে নতুন ও বড় পরিবর্তন আনতে যাচ্ছেন ইলন মাস্ক। এই পরিবর্তনের অধীনে, টুইটার ব্যবহারকারীরা শীঘ্রই কল এবং এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবা পেতে সক্ষম হবেন, এর মাধ্যমে ইউজাররা নিরাপদ মেসেজিং পরিষেবা অ্যাকসেস করতে পারবেন। কোন হ্যাকার এটি ডিকোড করতে পারবে না। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এনক্রিপ্টেড মেসেজিং এবং ভয়েস কল অফার করে।

গত বছর, মাস্ক একটি পরিকল্পনা টুইটার 2.0 দ্য এভরিথিং অ্যাপ উন্মোচন করেছিলেন। এতে এনক্রিপ্টেড ডাইরেক্ট মেসেজ সুবিধার কথা বলা হয়েছে। এর সঙ্গে পেমেন্টের বৈশিষ্ট্যও অন্তর্ভুক্ত করা হতে পারে। মাস্ক আরও জানিয়েছেন যে বুধবার থেকে টুইটারে এনক্রিপ্ট করা সরাসরি মেসেজিং পরিষেবা শুরু হবে। তবে এনক্রিপ্টেড কল সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

মঙ্গলবার মাস্ক এক টুইট বার্তায় লিখেছেন, শীঘ্রই টুইটারে ভয়েস এবং ভিডিও চ্যাটের সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারীরা তাদের টুইটার হ্যান্ডেল ব্যবহার করে প্ল্যাটফর্মে থাকাকালীন বিশ্বের যে কোন প্রান্ত থেকে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। এতে ব্যবহারকারীদের তাদের নম্বর শেয়ার করতে হবে নং

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Elon musk says whatsapp cant be trusted now he is bringing whatsapp like features to twitter