Advertisment

বড় সাফল্য ইসরোর! আর্থ ইমেজিং স্যাটেলাইট EOS-01-এর সফল উৎক্ষেপণ

বিদেশের আরও নয়টি স্যাটেলাইটকে সঙ্গে করে নিয়ে পিএসএলভি-সি ৪৯ (PSLV-C49)-এ চেপে শুক্রবার মহাকাশে পাড়ি দেয় EOS-01।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি- ইসরোর টুইটার পেজ

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর আর্থ ইমেজিং স্যাটেলাইট EOS-01। বিদেশের আরও নয়টি স্যাটেলাইটকে সঙ্গে করে নিয়ে পিএসএলভি-সি ৪৯ (PSLV-C49)-এ চেপে শুক্রবার মহাকাশে পাড়ি দেয় EOS-01।

Advertisment

ঠিক কী ধরণের কাজ করবে এই স্যাটেলাইট?

ইসরোর তরফে জানান হয়েছে যে কোনও আবহাওয়ায় ভারতের কৃষিক্ষেত্র, বনাঞ্চল ও প্রকৃতিক দুর্যোগ ছবি তুলে পাঠাবে এই উপগ্রহ। অন্যান্য যে দেশগুলির মধ্যে রয়েছে লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

গত বছরের ১১ ডিসেম্বর প্রথম আর্থ অবজারভিং পাঠায় ইসরো, যার নাম ছিল- RISAT-2BR1। এর পরে, ইসরোও চলতি বছরের জানুয়ারিতে মহাকাশে যোগাযোগ উপগ্রহ GSAT-30 পাঠান হয়েছিল। তবে সেটি ফ্রান্সের একটি এলাকা থেকে লঞ্চ করা একটি আরিয়ান রকেট ব্যবহার করে করা হয়েছিল।

এই উপগ্রহটি কটি রাডার ইমেজিং স্যাটেলাইট (রিস্যাট) ছাড়া আর কিছুই নয় যা গত বছর লঞ্চ করা রিস্যাট -২ বি এবং রিস্যাট -২ বিবিআর একসঙ্গে কাজ করবে। এবার থেকে এই তিনটি স্যাটেলাইটের মাধ্যমে হাই রেজিলিউশন ইমেজ পৃথিবীতে পাঠান হবে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ISRO
Advertisment