অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর আর্থ ইমেজিং স্যাটেলাইট EOS-01। বিদেশের আরও নয়টি স্যাটেলাইটকে সঙ্গে করে নিয়ে পিএসএলভি-সি ৪৯ (PSLV-C49)-এ চেপে শুক্রবার মহাকাশে পাড়ি দেয় EOS-01।
ঠিক কী ধরণের কাজ করবে এই স্যাটেলাইট?
ইসরোর তরফে জানান হয়েছে যে কোনও আবহাওয়ায় ভারতের কৃষিক্ষেত্র, বনাঞ্চল ও প্রকৃতিক দুর্যোগ ছবি তুলে পাঠাবে এই উপগ্রহ। অন্যান্য যে দেশগুলির মধ্যে রয়েছে লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
#PSLVC49 lifts off successfully from Satish Dhawan Space Centre, Sriharikota#ISRO #EOS01 pic.twitter.com/dWCBbKty8F
— ISRO (@isro) November 7, 2020
গত বছরের ১১ ডিসেম্বর প্রথম আর্থ অবজারভিং পাঠায় ইসরো, যার নাম ছিল- RISAT-2BR1। এর পরে, ইসরোও চলতি বছরের জানুয়ারিতে মহাকাশে যোগাযোগ উপগ্রহ GSAT-30 পাঠান হয়েছিল। তবে সেটি ফ্রান্সের একটি এলাকা থেকে লঞ্চ করা একটি আরিয়ান রকেট ব্যবহার করে করা হয়েছিল।
এই উপগ্রহটি কটি রাডার ইমেজিং স্যাটেলাইট (রিস্যাট) ছাড়া আর কিছুই নয় যা গত বছর লঞ্চ করা রিস্যাট -২ বি এবং রিস্যাট -২ বিবিআর একসঙ্গে কাজ করবে। এবার থেকে এই তিনটি স্যাটেলাইটের মাধ্যমে হাই রেজিলিউশন ইমেজ পৃথিবীতে পাঠান হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন