EPFO: ATM এবং UPI থেকে তোলা যাবে PF-এর টাকা,কীভাবে? জানুন বিস্তারিত

EPFO: টাকা তোলার পদ্ধতিতে বড়সড় বদল! এবার থেকে কর্মচারীরা ATM ও UPI-এর মাধ্যমে সরাসরি নিজেদের ইপিএফ (EPF) অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে মাত্র কয়েকটি ডিজিটাল স্টেপ।

EPFO: টাকা তোলার পদ্ধতিতে বড়সড় বদল! এবার থেকে কর্মচারীরা ATM ও UPI-এর মাধ্যমে সরাসরি নিজেদের ইপিএফ (EPF) অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে মাত্র কয়েকটি ডিজিটাল স্টেপ।

author-image
IE Bangla Tech Desk
New Update
epfo-pf-money-withdrawal-via-atm-upi

PF এর টাকা তোলার পদ্ধতিতে বড়সড় বদল!

EPFO: PF-এর টাকা তোলার পদ্ধতিতে বড়সড় বদল! এবার থেকে কর্মচারীরা ATM ও UPI-এর মাধ্যমে সরাসরি নিজেদের ইপিএফ (EPF) অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে মাত্র কয়েকটি ডিজিটাল স্টেপ। EPFO 3.0 নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম আনা হচ্ছে, যার মাধ্যমে এই সুবিধা মিলবে।

Advertisment

নতুন কী কী সুবিধা থাকছে EPFO 3.0-তে?

  • ATM থেকে PF-এর টাকা তোলা।
  • ঠিক ডেবিট কার্ডের মতো কাজ করবে EPFO-র ATM কার্ড।
  • OTP যাচাই করে টাকা তোলা যাবে
  • ৩ দিনের মধ্যে ক্লেম সেটেলমেন্ট
  • সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ATM/UPI-তে তুলতে পারবেন উপভোক্তারা। 

UPI-তে টাকা পেমেন্ট সুবিধা

এখন থেকে PF-এর টাকা সরাসরি UPI Wallet-এ আসবে
🔹 QR কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে
🔹 ব্যালেন্স চেক, নাম, ঠিকানা আপডেট করা যাবে OTP-র মাধ্যমে

Advertisment

EPFO 3.0-র অধীনে নিম্নলিখিত তথ্য UAN-এর মাধ্যমে অনলাইনে সংশোধন করা যাবে

  • নাম, জন্মতারিখ, লিঙ্গ
  • মোবাইল নম্বর, ঠিকানা
  • চাকরিতে যোগদানের তারিখ
  • বৈবাহিক স্টেটাস, ন্যাশালিটি 
  • PF ক্লেম প্রক্রিয়া হবে সম্পূর্ণ অটোমেটেড
  • আগে ১ লক্ষ টাকার বেশি ক্লেম করতে গেলে অফিসে যেতে হতো
  • এখন ৫ লক্ষ টাকা পর্যন্ত অটো ক্লেম করা যাবে
  • শিক্ষা, অসুস্থতা, বিয়ে বা কোন প্রয়োজন– সব জরুরি খরচে তাৎক্ষণিক টাকা তোলার সুবিধা 

UPI/ATM থেকে PF টাকা তোলার ধাপ (সীমা: ১ লক্ষ)

  • EPF অ্যাকাউন্ট লিঙ্ক করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে
  • UAN নম্বর ও OTP যাচাই করুন
  • EPFO অনলাইন ক্লেম করুন
  • টাকা জমা হবে আপনার ডেবিট কার্ড বা UPI Wallet-এ
  • ATM বা UPI দিয়ে তোলার সুবিধা মিলবে
EPFO