Advertisment

ESA Draco Mission : মহাকাশেই আত্মহত্যা করবে ২০০ কেজির মহাকাশযান! বিজ্ঞানীদের 'অদ্ভুত' মিশনের উদ্দেশ্য কী?

ESA Draco Mission : ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) মহাকাশে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চায় শুধুমাত্র এটিকে ধ্বংস করতেই। সেই স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হবে, গন্তব্যে পৌঁছাবে এবং তারপর একটি নির্দিষ্ট উদ্দেশ্যে সেটিকে ধ্বংস করা হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
ESA Draco Mission

মহাকাশে আত্মহত্যা করবে ২০০ কেজি ওজনের মহাকাশযান


ESA Draco Mission : মহাকাশে আত্মহত্যা করবে ২০০ কেজি ওজনের মহাকাশযান! বিজ্ঞানীদের 'অদ্ভুত' মিশন, উদ্দেশ্য কী? ইউরোপীয় মহাকাশ সংস্থা মহাকাশে একটি উপগ্রহ উৎক্ষেপণ করতে চায় শুধুমাত্র এটিকে ধ্বংস করতে।

Advertisment

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) মহাকাশে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চায় শুধুমাত্র এটিকে ধ্বংস করতেই। সেই স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হবে, গন্তব্যে পৌঁছাবে এবং তারপর একটি নির্দিষ্ট উদ্দেশ্যে সেটিকে ধ্বংস করা হবে।   রিপোর্ট অনুযায়ী, ESA দেখতে চায় কিভাবে পৃথিবীতে প্রবেশকালীন সময় স্যাটেলাইট ধ্বংস হয়ে যায়। ইএসএ এই মিশনের জন্য একটি ইউরোপীয় কোম্পানিকে চুক্তি দিয়েছে। বর্তমানে মিশনের নাম দেওয়া হয়েছে ডেস্ট্রাকটিভ রিএন্ট্রি  অ্যাসেসমেন্ট কন্টেনমেন্ট অবজেক্ট (DRACO)। DRACO মহাকাশযানের একমাত্র লক্ষ্য হবে পৃথিবীতে পুনঃপ্রবেশের পর ধ্বংস হয়ে যাওয়ার পর সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ করা।

নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান! জানুন দুরন্ত এই উপায় সম্পর্কে

স্পেস ডট কমের রিপোর্ট অনুযায়ী, এই মিশনটি ২০২৭ সালে চালু করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিশনের মাধ্যমে ইএসএ বুঝতে চায় কীভাবে একটি স্যাটেলাইট ধ্বংস হয়ে যায়। এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে উপগ্রহগুলিকে এমনভাবে ডিজাইন করা হতে পারে যারা তারা পৃথিবীতে ভুলবশত ফিরে এলে ভেঙে পড়বে না। পাশাপাশি তা পরিবেশের উপর কী প্রভাব ফেলে তা জানতেও ESA-এর মিশন সাহায্য করবে। 

DRACO মহাকাশযান কি?
DRACO মহাকাশযানের আকার একটি ওয়াশিং মেশিনের মতো হবে। 200 কেজি ওজনের মহাকাশযানটি একটি সাধারণ মহাকাশযানের মতোই ডিজাইন করা হবে। তবে, এটিতে একটি 40 সেমি ক্যাপসুল ইনস্টল করা হবে, যা নিরাপদ থাকবে এবং সমস্ত ডেটা রেকর্ড করবে। স্যাটেলাইট বিকল হওয়ার পর প্যারাসুটের সাহায্যে ক্যাপসুলটি নামিয়ে আনা হবে। এই সময়ে, DRACO মহাকাশযানে স্থাপিত 4টি ক্যামেরার মাধ্যমে মহাকাশযানটি কীভাবে ধ্বংস হবে তা রেকর্ড করবে।

পুজোয় অতিরিক্ত হাইস্পিড ডেটার সুবিধা নিয়ে আসল BSNL, এই রিচার্জ প্ল্যান বাজারে ঝড় তুলেছে

Space science
Advertisment