Top ACs to buy on Summer In India: ১০ সেকেন্ডেই ঠকঠক করে কাঁপবেন, দেশের সেরা ৫ এই এসি দাপট দেখাচ্ছে বাজারে

Top 5 AC In India: রাজ্যে ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত আম-আদমির। গরম থেকে বাঁচার জন্য অনেকেই নতুন এসি কেনার প্ল্যানিং করছেন। কিন্তু কোন এসিটি কিনবেন তা ভেবে পাচ্ছেন না? আজকের এই প্রতিবেদনে রইল টপ ৫ এসির সন্ধান।

Top 5 AC In India: রাজ্যে ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত আম-আদমির। গরম থেকে বাঁচার জন্য অনেকেই নতুন এসি কেনার প্ল্যানিং করছেন। কিন্তু কোন এসিটি কিনবেন তা ভেবে পাচ্ছেন না? আজকের এই প্রতিবেদনে রইল টপ ৫ এসির সন্ধান।

author-image
IE Bangla Tech Desk
New Update
Top ACs to buy on Amazon India

কোন এসিটি কিনবেন তা ভেবে পাচ্ছেন না? আজকের এই প্রতিবেদনে রইল বাজারের সেরা ৫ এসির সন্ধান।

Top ACs to buy on Summer In India: এয়ার কন্ডিশনার এখন আর শখ বা বিলাসিতা নয়। বিশ্ব উষ্ণায়নের জেরে এসি এখন সাধারণের কাছে অপরিহার্য্য হয়ে দাঁড়িয়েছে।
রাজ্যে ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত আম-আদমির। গরম থেকে বাঁচার জন্য অনেকেই নতুন এসি কেনার প্ল্যানিং করছেন। কিন্তু কোন এসিটি কিনবেন তা ভেবে পাচ্ছেন না? আজকের এই প্রতিবেদনে রইল বাজারের সেরা ৫ এসির সন্ধান।  

Advertisment

ভারতজুড়ে চড়ছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসি মেশিনের চাহিদা। Amazon.in-আপনাকে দিচ্ছে এসির উপর মারকাটারি অফার। নামী দামি ব্র্যান্ডের উপর আপনি পেয়ে যান ১৩,০০০ টাকা পর্যন্ত ছাড়। পাশাপাশি HDFC ব্যাংক EMI পেমেন্টে আপনি পেয়ে যান ৪,৫০০ টাকা পর্যন্ত ছাড়ের অভাবনীয় সুযোগ। 

গরমে এই ৫টি এসি সেরা- 

Amazon India থেকে আপনি কিনতে পারেন Haier 1.5 টন 4 স্টার ট্রিপল ইনভার্টার স্মার্ট স্প্লিট এসি। এই এসি মেশিনের দাম  39,358 টাকা। মাত্রা 10 সেকেন্ডে পাবেন সুপারসনিক কুলিং। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই এসিতে পেয়ে যান ট্রিপল ইনভার্টার সহ স্মার্ট কানেক্টিভিটি ফিচার্স।

Advertisment

হিটাচি ১.৫ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি আপনি মাত্র 37,999 টাকাতে অ্যামাজন থেকে কিনতে পারেন। ৩ স্টার এই এসিতে পাবেন ৪-ওয়ে সুইং কুলিং। ১০০ শতাংশ কপার কনডেন্সার। হিটাচির এই এসিটি মাঝারি আকারের ঘরের জন্য একেবারে আইডিয়াল। 

ক্যারিয়ার ১.৫ টন ৩ স্টার ওয়াই-ফাই স্মার্ট ফ্লেক্স ইনভার্টার এসিতে আপনি পেয়ে যান বিরাট ছাড়। অ্যামাজন থেকে আপনি মাত্র 35,990 টাকাতে পেয়ে যান ক্যারিয়ারের এই দুর্দান্ত এসিটি। এই এসিতে আপনি পেয়ে যাবেন ৬-ইন-১ মোড সহ ফ্লেক্স কুল ইনভার্টার কম্প্রেসার। এছাড়াও রয়েছে Wi-Fi এনাবেল। 

লয়েড ১.৫ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি আপনি এই অফার চলাকালীন কিনতে পারেন মাত্র 34,490 টাকাতে। দৈনন্দিন ব্যবহারের জন্য এই এসিতে পেয়ে যাবেন অত্যাধুনিক স্মার্ট ফিচার্স। সাশ্রয়ী মূল্যের ইনভার্টার এসিটি দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ। পাশাপাশি এই এসিতে পেয়ে যান অটো ক্লিনজার ফাংশন। 

ভোল্টাস ১.৪ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসিটি আপনি অ্যামাজন থেকে পেয়ে যাবেন 32,490 টাকায়। দ্রুত ঠান্ডা করার জন্য এই এসিতে রয়েছে কপার কনডেন্সার R32 রেফ্রিজারেন্ট, অ্যান্টি-ডাস্ট ফিল্টার, HDFC ক্রেডিট কার্ডের EMI ব্যবহারকারী গ্রাহকরা পেয়ে যান 4,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়।  

Air Conditioner