scorecardresearch

সর্বনাশ! গুগলে সার্চ করলেই প্রকাশ্যে হোয়াটস্‌অ্যাপ গ্রুপের গোপন তথ্য

কিছু ক্ষেত্রে গ্রুপ অ্যাডমিন গ্রুপের লিঙ্ক হোয়টস‌‌অ্যাপ ইউজারদের শেয়ার করে গ্রুপে যোগদান করার জন্য।

সর্বনাশ! গুগলে সার্চ করলেই প্রকাশ্যে হোয়াটস্‌অ্যাপ গ্রুপের গোপন তথ্য

গোপন থাকে না হোয়ট‌সঅ্যাপ গ্রুপের ‘গোপন তথ্য’। গুগলে সার্চ করলেই প্রকাশ্যে চলে আসে হোয়াটসপ গ্রুপের নাম সহ গ্রুপ সদস্যদের যাবতীয় তথ্য! গত বছরও এই খবর প্রকাশ্যে এলে হোয়াটসঅ্যাপ তা অস্বীকার করে। কিন্তু ফের এই গাফিলতির খবর সামনে এলে হোয়াটস‌অ্যাপ এই সমস্যা দ্রুত দূর করার প্রতিশ্রুত দেয়।

জনপ্রিয় ইঞ্জিনিয়ার জানে মাচুন ওং জানিয়েছে, ফেসবুক সম্প্রতি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক গুগল থেকে মুছে ফেলেছে। একইসঙ্গে চ্যাট ইনভিটেশন লিঙ্কে যোগ করেছে “noindex” মেটা ট্যাগ।

কাজেই, সম্প্রতি গুগলে সার্চ করলে আর পাওয়া যাবে না হোয়াটস‌যাপ গ্রুপ ইনভাইট লিঙ্ক। ডাস্টচে ওয়েল নামক এক সাংবাদিক টুইটারে বলেন, গুগলের ইনডেস্কে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনভাইট লিঙ্ক রয়েছে।

হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছন, কিছু ক্ষেত্রে গ্রুপ অ্যাডমিন গ্রুপের লিঙ্ক হোয়টস‌‌অ্যাপ ইউজারদের শেয়ার করে গ্রুপে যোগদান করার জন্য। যার ফলে সেই গ্রুপের লিঙ্ক সহজে সার্চ করে পাওয়া যায়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Everyone access your private whatsapp groups via google search