WhatsApp Web: মুছে যাওয়া মেসেজ কীভাবে রিস্টোর করবেন, জেনে নিন পদ্ধতি

জেনে নিন এই WhatsApp ট্রিকস

জেনে নিন এই WhatsApp ট্রিকস

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

হাইড করুন WhatsApp Status

আজকের দিনে WhatsApp একটি জনপ্রিয় এবং প্রয়োজনীয় মেসেজিং অ্যাপ। বন্ধুবাধব থেকে অফিসের বসের সঙ্গে যোগাযোগের অন্যতম সেরা মাধ্যম WhatsApp। ইউজারদের কথা মাথায় রেখে একের পর এক নত্যনতুন ফিচার নিয়ে আসছে মেটা মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ। অনেক ক্ষেত্রে WhatsApp ওয়েব আপনার গোপনীয়তাকে নষ্ট করতে পারে। ওপেন উইন্ডোর কারণে অনেক ক্ষেত্রে মেসেজ ইমেজ সবসময় পাশের জনের থেকে হাইড করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের জেনে রাখা দরকার কোন একটি মেসেজ ডিলিট করার পর কীভাবে সেটি আবার রিস্টোর করব। বেশ কয়েক বছর আগে থেকেই মেসেজ ডিলিটের ফিচার চালু করা হয়েছে Whatsapp-এ। এর ফিচার চালু করার ফলে যদি কোনও ব্যক্তি ভুল করে কাওকে মেসেজ পাঠিয়ে দেয় তাহলে তা ডিলিট করা সম্ভব। বর্তমান সময়ে এই ফিচার অত্যন্ত কার্যকরী।

Advertisment

WhatsApp- এ মেসেজ ডিলিট করার পদ্ধতি-

মেসেজ ডিলিট করার পর অনেকেই জানতে চান ডিলিট করা মেসেজে কী লেখা ছিল। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে Whatsapp-এর ডিলিট হওয়া মেসেজ দেখতে পাবেন।

Whatsapp-এর তরফে নির্দিষ্ট কোনও ফিচার নেই যার মাধ্যমে কোনও ডিলিটেড মেসেজ দেখা সম্ভব। কিন্তু তারপরেও কীভাবে তা দেখা সম্ভব?

Advertisment

বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পুরো কাজটি করা সম্ভব হবে। তার জন্য বিশেষ একটি অ্যাপের সাহায্য নিতে হবে। এগুলি মূলত নোটিফিকেশন ট্রাকিং অ্যাপ। এই অ্যাপগুলি অন্য বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন ট্র্যাক করতে ব্যবহার করা হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাপ হল WhatsRemoved+।

অন্য অ্যাপের মতোই এই অ্যাপটিও Google Play Store থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু App Store-এ এই অ্যাপটি পাওয়া যাবে না। অ্যাপটির সাইজ ৪.৯০ MB-র কাছাকাছি। তবে, আপডেট করার পর অ্যাপটির সাইজ বেশ কিছুটা বাড়বে।

এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করার পর কোনও বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন ট্র্যাক করে। অর্থাৎ যখনই কোনও অ্যাপে নোটিফিকেশন আসে সঙ্গে সঙ্গে WhatRemoved+ অ্যাপটি সেই নোটিফিকেশন ট্র্যাকিং করে এবং সঙ্গে সঙ্গে নিজের ডেটাবেসে নিয়ে নেয়। ফলে একইভাবে Whatsapp এর ক্ষেত্রেও যখনই কেউ কোনও মেসেজ পাঠাবে তা সঙ্গে সঙ্গে নিজের ডেটাবেসে নিয়ে নেবে ওই অ্যাপটি। এরপর কেউ ওই মেসেজ কেউ ডিলিট করে দিলেও WhatRemoved+ অ্যাপ থেকে ডিলিট করতে পারবে না। ফলে সেখানে মেসেজ থেকেই যাবে।

প্রথমে Google Play Store থেকে ডাউনলোড করুন।

এরপর ফোনে ইনস্টল করুন অ্যাপটি।

ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন। এবং সেখানে থাকা Whatsapp পারমিশন অন করুন।

অ্যাপটি বন্ধ করুন।

অ্যাপটি বন্ধ করলেও ব্যাকগ্রাউন্ডে তা চালু থাকবে। ফোনে Whtsapp নোটিফিকেশন এলেই তা ট্র্যাক করতে পারবে ওই অ্যাপ।

অন্যদিকে WhatsApp ওয়েবের মেসেজ ডিলিট করার ক্ষেত্রেও  একটি থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন। সেই অ্যাপের নাম ‘WA Web Plus’ এই থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে সহজেই নিজের WhatsApp ওয়েব ব্যবহারের অভিজ্ঞতাকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন।

এবার দেখে নেওয়া যাক কীভাবে WA Web Plus for WhatsApp ইনস্টল করবেন- ( WhatsApp Web-এর জন্য)

এটি একটি থার্ড-পার্টি পুল, অর্থাৎ হোয়াটসঅ্যাপের অ্যাফিলিয়েশন নিয়ে এই এক্সটেনশনের ক্ষেত্রে। তাই যাঁরা নিজেদের হোয়াটসঅ্যাপ ডেটা থার্ড পার্টির সঙ্গে শেয়ার করতে চান না, তাঁরা এই এক্সটেনশন ইনস্টল না করাই ভাল। তবে যাঁরা এই এক্সটেনশন ইনস্টল করতে চান, তাঁদের প্রথমে ক্রোম ওয়েব স্টোরে যেতে হবে। সেখানে এক্সটেনশন সেকশনে গেলে WA Web Plus for WhatsApp খুঁজে পাওয়া যাবে। এরপর Add to Chromeবাটনে ক্লিক করলে এই এক্সটেনশন আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে।

publive-image
ওয়েব হোয়াটসঅ্যাপে কীভাবে ব্যবহার করবেন WA Web Plus for WhatsApp

ওয়েব হোয়াটসঅ্যাপে কীভাবে ব্যবহার করবেন WA Web Plus for WhatsApp?

একবার এই এক্সটেনশন ব্রাউজারে ইনস্টল হয়ে গেলে আপনি তার সেটিংস পেজে গিয়ে পছন্দ অনুযায়ী ফিচার অন করে রাখতে পারবেন। ক্রোমের মধ্যে এক্সটেনশন বাটন থাকবে। ইউআরএল বারের ডানদিকে থাকবে এই বাটন। WA Web Plus for WhatsApp আইকনে ক্লিক করে সেটিং পেজের অপশন পাবেন ইউজাররা। সেখানে প্রাইভেসি এবং কাস্টোমাইজেশন ক্যাটেগরিতে অনেক অপশন পাবেন। এর মধ্যে কিছু অপশনে পেমেন্টের মাধ্যমে সাবস্ক্রিপশন পাওয়া যাবে। তবে একদম সাধারণ ব্যবহারের যেসব ফিচার যেমন হাইড টাইপিং স্ট্যাটাস, হাইড অনলাইন স্ট্যাটাস এবং রিস্টোর ডিলিটেড মেসেজ— এইসব অপশন বিনামূল্যেই পাবেন গ্রাহকরা। এখান থেকে পছন্দসই অপশন বেছে নিয়ে টিকবক্স চেক করলেই আপনি সুবিধাগুলো পাবেন। এবার আপনি ব্রাউজারে ওয়েব হোয়াটসঅ্যাপ খুললে এই সমস্ত নতুন অপশন সেখানে যুক্ত হয়ে যাবে। তাই কোনও ইউজার আপনাকে মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিলেও আপনি সেটা দেখতে পাবেন।

WhatsApp Web