Advertisment

EZIO Gensol EV : অবিশ্বাস্য! লঞ্চের আগেই ৩০০০০ বুকিং, তুমুল জনপ্রিয় এই মডেল বাজারে শোরগোল ফেলল

EZIO Gensol EV : লঞ্চের আগেই ৩০০০০ এরও বেশি বুকিং! বৈদ্যুতিক গাড়ির বাজারে সুনামি তুলল EZIO Gensol EV! একবার চার্জ করলে যেতে পারবেন ২০০ কিলোমিটারের বেশি পথ।

author-image
IE Bangla Tech Desk
New Update
EZIO Gensol EV

লঞ্চের আগেই ৩০০০০ এরও বেশি বুকিং! বৈদ্যুতিক গাড়ির বাজারে সুনামি তুলল EZIO Gensol EV! Photograph: (ফাইল ছবি)

EZIO Gensol EV : লঞ্চের আগেই ৩০০০০ এরও বেশি বুকিং!  বৈদ্যুতিক গাড়ির বাজারে সুনামি তুলল EZIO Gensol EV! একবার চার্জ করলে যেতে পারবেন ২০০ কিলোমিটারের বেশি পথ। 

Advertisment

এখন দেশে কম বাজেটের বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা তুঙ্গে। সেকথা মাথায় রেখে একের পর এক সংস্থা দেশিয় বাজারে নিয়ে আসছে ছোট কম বাজেটের কমপ্যাক্ট বৈদ্যুতিক গাড়ি।   এরকম একটি কোম্পানি হল EZIO Electric, যারা এবার ইন্ডিয়া মোবিলিটি এক্সপো ২০২৫-এ তাদের Gensol EV লঞ্চ করেছে।

এই মডেলটি বাজারে রীতিমত আলোড়ণ ফেলেছে। আনুষ্ঠানিক লঞ্চের আগেই, কোম্পানির এই ছোট বৈদ্যুতিক গাড়িটি গ্রাহকদের এতটাই মনে ধরেছে যে এখন পর্যন্ত ৩০,০০০ এরও বেশি বুকিং সম্পন্ন হয়েছে। জেনসোল ইভি একটি ৩ চাকার বৈদ্যুতিক গাড়ি, যাতে বসতে পারবেন মাত্র ২ জন। কোম্পানি চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই গাড়িটি বাজারে আনতে পারে বলেই খবর । প্রাথমিকভাবে এই গাড়িটি বেঙ্গালুরুতে লঞ্চ করা হবে। এর পরে কোম্পানি দিল্লি এবং অন্যান্য বড় শহরে গাড়িটি লঞ্চ করবে।  

বিশ্বের অন্যান্য বাজারের মতো, ভারতেও বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে, দামের দিক থেকে প্রচলিত পেট্রোল গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়িগুলি এখনও বেশ ব্যয়বহুল, তবে ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়িগুলি সাধারণের বাজেটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে সংস্থাগুলি। 

Electric Vehicle
Advertisment