Advertisment

বৃদ্ধ বয়সে দেখতে কেমন লাগবে, জানান দিচ্ছে ফেসঅ্যাপ

ফেসঅ্যাপ ওল্ড ফিল্টার: এই অ্যাপেই মানুষ দেখতে পাচ্ছে বুড়ো বয়সে কেমন লাগবে তাদের। অ্যাপের সেই ছবিই ভাইরাল ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফেসঅ্যাপের মাধ্যমেই বুড়ো দেখাবে আপনাকে।

আজকাল ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে গেলেও বন্ধুদের বুড়ো বয়সের ছবি দেখতে পাচ্ছেন। আর এই জন্য ধন্যবাদ প্রাপ্য ফেসঅ্যাপের। ২০১৭ য় লঞ্চ হয়েছিল এই অ্যাপ। ইদানীং আবার ভাইরাল হয়েছে ফেসঅ্যাপের 'ওল্ড ফিল্টার'। আর এতেই মজেছেন সাধারণ ইউজার থেকে তারকা প্রত্যেকে।

Advertisment

রাশিয়ান ডেভলপারের তৈরি এই ‌অ্যাপ আর্টিফিশিয়াল ইনটালিজেন্সকে ব্যবহার করে কোনও ছবিকে বয়সে বেশি তৈরি করতে সক্ষম হচ্ছে। একটু ভিন্ন ধরণের ফিল্টার হওয়ায় ভাইরাল হতে দেরি হয়নি এই অ্যাপের। যদিও 'ওল্ড ফিল্টার'-টাই ভাইরাল হয়েছে। টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, এছাড়াও এই অ্যাপে ইয়োঙ্গার, ‌অ্যাডেড স্মাইলের মতো ফিল্টার আছে।

আইওএস ও অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যাবে এই অ্যাপ। যদিও তিনদিন পরে আইওএসে এই অ্যাপ ব্যবহারের জন্য মূল্য দিতে হবে। অ্যাপের দাম ১,৬৯৯ টাকা। অ্যাভেঞ্জারের বুড়ো ছবি পোস্ট করেছেন আইজিএন।

টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, আইওএস ফেসঅ্যাপের ফোটোগ্যালারী দেখতে পাবে। এমনকী অ্যাপের প্রাইভেসি অপশন আইওএস এ খাটবে না। তবে যতই বিতর্ক থাকুক না কেন নেটদুনিয়া মত্ত ওল্ড ফিল্টারে।

Read the full story in English

Advertisment