কয়েকদিন আগেই বহু ইউজারের ফেসবুক প্রোফাইল লগ আউট হয়ে গিয়েছিল। সেই বিভ্রাট কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বিপত্তি হল এই সোশাল সাইটে। মঙ্গলবার আচমকাই ডাউন হয়ে গেল ফেসবুক। তবে এবার শুধু এই জনপ্রিয় সোশাল প্ল্যাটফর্মই নয়, বিভ্রাটের মুখে পড়তে হয়েছে ইনস্টাগ্রামের ইউজারদেরও। মঙ্গলবার কিছুক্ষণের জন্য ডাউন হয়ে গিয়েছিল ইনস্টাগ্রামও। বিপত্তির কথা জানতে পেরে টুইটারে ফেসবুকের তরফে বলা হয়েছিল, ‘‘আমরা জানি, ফেসবুকে অনেকে সমস্যার সম্মুখীন হয়েছেন। যত দ্রুত সম্ভব আমরা সমস্যার সমাধানের পথ খুঁজছি।’’
এ ঘটনার কিছুক্ষণ পরে ফেসবুকের তরফে জানানো হয় যে, সার্ভারে গোলযোগের জেরেই এই সমস্যা হয়েছে। প্রায় ৫ ঘণ্টা পর এই সমস্যা মেটে। এ প্রসঙ্গে ফেসবুকের তরফে জানানো হয়, ‘‘এদিন সার্ভারে গোলযোগ হয়। যার জেরে কয়েকজন আমাদের অ্যাপ ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হন। সমস্যা মিটে গিয়েছে। আমরা আপনাদের জন্য আবার ফিরে এসেছি। এই সমস্যার জন্য আমরা দুঃখিত।’’
We know some people are having trouble accessing the Facebook family of apps. We’re working to resolve the issue as soon as possible.
— Facebook (@facebook) November 20, 2018
আরও পড়ুন, আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলবে না তো ফেসবুক?
We know some people are having trouble accessing Instagram right now. We know this is frustrating, and we’re working to resolve the issue as soon as possible.
— Instagram (@instagram) November 20, 2018
ফেসবুকের পাশাপাশি এদিন বিপত্তির মুখে পড়েন ইনস্টাগ্রামের ইউজাররাও। ইনস্টাগ্রামের তরফেও টুইট করে বলা হয় যে, ‘‘আমরা জানি, এটা খুবই হতাশাজনক। তবে যত দ্রুত সম্ভব এ সমস্যা মেটানো যায়, সেটা আমরা দেখছি।’’
ওয়েবসাইট ডাউনডিটেক্টর সূত্রে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মেক্সিকো ও ভারতের বেশ কিছু এলাকায় ডাউন হয়ে গিয়েছিল ফেসবুক ও ইনস্টাগ্রাম। নিউজ ফিড লোডিং হচ্ছিল না বলে জানিয়েছিলেন ইনস্টাগ্রামের ইউজাররা। অন্যদিকে, কয়েকজন জানিয়েছিলেন যে, ফেসবুকে লগ ইন করতে গিয়ে সমস্যা হচ্ছে।
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Technology News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: