Advertisment

ফেসবুকের নতুন ফিচার, এক ক্লিকে ডিলিট করতে পারবেন "অস্বস্তিকর" ছবি

ত্রিশ দিনের মধ্যে ছবি রিস্টোর না করলে , ডিলিট হতে যাবে সেই ছবি। এখানে আপনি তারিখ অনুযায়ী ছবি সাজিয়ে রাখতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফেসবুকে প্রথম অ্যাকাউন্ট বানানোর পর শুরুতে হিজিবিজি নানান ধরনের পোস্ট করেছি আমরা। তাতে রয়েছে কাঁচা হাতের এডিটিং থেকে শুরু করে, অর্থহীন ছবি। একটু ঘাটলে বেরিয়ে আসতে পারে পুরোনো প্রেমিকের ছবিও। ৪৮ মেগাপিক্সেল, বোকে মুডে তোলা ছবির সঙ্গে পাল্লা দিতে পারে না সেই দিনের পোস্ট। অগত্যা, বেশ কিছু পোস্ট ডিলিট করার ইচ্ছা জাগে। কিন্তু দীর্ঘ বছরের পোস্টের পিছনে পড়ে থাকা সেই অস্বস্থিকর পোস্টগুলি কে খুঁজে বের করা সময় সাপেক্ষ। সাম্প্রতিক ফেসবুক একটি ফিচার নিয়ে এসেছে। যার মারফত আপনি, এই ধরনের ছবি একই সঙ্গে আপনার ফোনের স্ক্রিনে নিয়ে আসতে পারবেন।

Advertisment

ফিচারটির নাম Manage Activity. এই ফিচারটি খুব সহজে আপনাকে তালিকাবদ্ধ করে দেবে আপনার ডিলিট করা ও গোপন পোস্ট। ফেসবুক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মানুষের বেড়ে ওঠার প্রতিটি পদক্ষেপ তাদের প্লাটফর্মে নথিভুক্ত থাকে। যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এক ক্লিকে ফিরে যেতে পারে পুরনো দিনে।

Manage Activity ফিচারটির সাহায্যে পুরনো পোস্ট বা কোনো অস্বস্থিকর পোস্ট একটা একটা করে অথবা একসঙ্গে ডিলিট করা সম্ভব। এই ফিচারটির মারফত ডিলিট করা পোস্ট প্লাটফর্মে থাকবে ৩০ দিন। ত্রিশ দিনের মধ্যে ছবি রিস্টোর না করলে , ডিলিট হতে যাবে সেই ছবি। এখানে আপনি তারিখ অনুযায়ী ছবি সাজিয়ে রাখতে পারবেন।

এই ফিচার প্রথমে ফেসবুক অ্যাপ এর মধ্যে পাওয়া যাবে।

কি ভাবে ব্যবহার করবেন?

১) প্রোফাইল গিয়ে স্ক্রল ডাউন করে পোস্ট ক্রিয়েট ক্লিক করতে হবে। সেখানেই Manage post ,নতুন অপশনে ক্লিক করতে হবে

২) উপরের ডানদিকের কোণে ক্লিক করুন।

৩) সেখানে পোস্ট তারিখ অনুযয়ী সাজাতে পারবেন। এখানে ট্যাগ করা পোষ্টও তালিকাভুক্ত করতে পারবেন।

৪) আপনার পোস্ট করা ফোটো ডিলিট করতে পারবেন। যে যে ফোটো আপনাকে ট্যাগ করা হয়েছে সেগুলি ডিলিট করতে পারবেন না।

Read the full story in English

Facebook
Advertisment