/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/facebook-messenger-unsend-759.jpg)
যা! ভুল করে মেসেজটা যে সেন্ট হয়ে গেল, মুছে ফেলাও তো যাবে না। তাহলে? এই তাহলের দিন এবার শেষ। কারণ ফেসবুক জানিয়েছে, খুব শীঘ্রই একটা আপডেটের মাধ্যমে তারা নিয়ে আসছে নতুন ফিচার, যেখানে পাঠানো মেসেজ ডিলিট করতে চাইলে দশ মিনিটের মধ্যে তা করে ফেলতে পারবেন।
ফিচারটির নাম ‘Unsend'। ফেসবুকের আসন্ন ফিচারের তালিকায় রয়েছে এই প্রয়োজনীয় ফিচারটি। ফেসবুকের ১৯১.০ ভার্সনে পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। প্রথমে এই ফিচার নিয়ে ধোঁয়াশা থাকলেও বর্তমানে কেটেছে তা। কারণ ফেসবুক মেসেঞ্জার তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এর সত্যতা জানিয়েছে।
INTERESTING... Facebook Messenger‘s long-awaited delete messages feature will only give you a 10 minute window to remove a message in a chat pic.twitter.com/ew1z2WPXbc
— Matt Navarra (@MattNavarra) November 7, 2018
এই বছরের শুরুতে ফেসবুকের মুখপাত্র TechCrunch কে নিশ্চিত করেন যে আগামী মাসে এই ফিচারটি চালু করা হবে। ওয়েবসাইটটিতে মেসেঞ্জার জানিয়েছে, আসন্ন ফিচার 'আনসেন্ড' ক্লিক করলে আপনার মেসেজটি মুছে যাবে।
Facebook Messenger is finally working on "Unsend Message" in the app for everyone!
Tip @Techmemepic.twitter.com/5OtQrmyID3
— Jane Manchun Wong (@wongmjane) October 12, 2018
মেসেঞ্জারের 'আনসেন্ড' ফিচারটি হোয়াটসঅ্যাপে ‘Delete for everyone’ ফিচারটির অনুরূপ হবে, তবে ব্যবহারকারীরা মেসেজ মুছতে ফেলতে অনেক কম সময় পাবেন। হোয়াটসঅ্যাপে, ‘Delete for everyone’ এর জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে; এক ঘন্টা বা ৪,০৬৯ সেকেন্ডের বেশি। তবে ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রে মাত্র ১০ মিনিট নির্ধারিত করা হয়েছে।
Read the full story in English