Advertisment

ভোল বদলে জোর দেওয়া হবে ভিডিও স্ট্রিমিংয়ে: ফেসবুক

ফেসবুকে ভিডিও অভিজ্ঞতাকে ঐক্যবদ্ধ করার জন্য এবং ভিডিওগুলিকে আরও আকর্ষনীয় করে তোলার জন্য আরও নতুন করে সাজানো হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ডেক্সটপের ফেসবুক ও ফেসবুক লাইটকে বিশ্বব্যাপী আরও উন্নত করা হবে, এমনটাই জানিয়েছে ফেসবুক তার ব্লগে। মোবাইল ফোন অ্যাপের জন্য ফেসবুকের ভোল বদল ঘটেছে অগাস্ট মাসে। এছাড়াও জানা গেছে, এতদিনের একঘেয়ে ফেসবুকের স্ট্র্যাটেজির বদল ঘটবে আগামী বছরেই। একইসঙ্গে পরের বছের মধ্যেই শুরু হবে Huda Boss, Five Points, Sacred Lies, এবং Sorry For Your Loss এর দ্বিতীয় সিজন।

Advertisment

ফেসবুক ওয়াচের প্রথম ইন্টারঅ্যাকটিভ গেম শো, কনফেটিটি এই বছরের ছয়টি জায়গায় শুরু হয়েছে। এমটিভির দ্য রিয়েল ওয়ার্ল্ড আমেরিকা, মেক্সিকো এবং থাইল্যান্ডের ফেসবুকে চালু করা হবে। কোম্পানির মতে, ইতিমধ্যেই প্রায় ৭৫ মিলিয়ন দৈনিক দর্শক রয়েছেন।

আরও পড়ুন: সিংহাসন দখলে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও

ফেসবুক জানিয়েছে, সম্প্রতি ভিডিও দেখতে বেশি পছন্দ করছেন ইউজাররা। পাশাপাশি ওই ভিডিওকে কেন্দ্র করে পরস্পরের সঙ্গে কথোপকথন করছেন। চলছে একাধিক কমেন্ট ও শেয়ারের ঝড়।

ফেসবুকে ভিডিও অভিজ্ঞতাকে ঐক্যবদ্ধ করার জন্য এবং ভিডিওগুলিকে আরও আকর্ষনীয় করে তোলার জন্য আরও নতুন করে সাজানো হবে। পাশাপাশি ভিডিও থেকে বিরতি নেওয়ার জন্য থাকবে বিজ্ঞাপন। অবশ্য আপনি ক্ষণে ক্ষণে বিজ্ঞাপন দেখতে ইচ্ছুক না হলে তা বন্ধ করে রাখতে পারবেন। ফেসবুক প্ল্যাটফর্মে live stream-এর মধ্যেও পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন বিরতি চালু করা হবে।

Read the full story in English

Facebook
Advertisment