/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/facebookbig_new_reuters.jpg)
নতুন ফিচারের নাম “Your Time on Facebook”
Facebook time spent on its app: খবর হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপকে ঢেলে সাজানো হবে বিভিন্ন ফিচার দিয়ে। বেশিক্ষণ ইউজারকে ফেসবুকে আটকে রাখার জন্য সম্প্রতি নতুন ফিচার বানানোয় মন দিয়েছে ফেসবুক। Tech Crunch-এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী এই নতুন ফিচারের নাম 'Your Time on Facebook'। মূলত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। রিপোর্ট অনুযায়ী প্রতিনিয়ত রিমাইন্ডার নোটিফিকেশন পাঠানো হবে ইউজারদের। তবে নোটিফিকেশনের সেটিংস ঠিক করতে পারবেন ইউজার নিজেই।
প্রথম এই তথ্য ফাঁস করছিলেন Jane Manchun Wong। সম্প্রতি ফেসবুক Tech Crunch কে নিশ্চিত করে জানিয়েছে 'Your Time on Facebook'-এর মাধ্যমে গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে পারবেন, এবং সেই নোটিফিকেশন দেখতে পাবেন টাইমলাইনেই। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, "আমরা সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করি, যার ফলে ফেসবুক আরও সহজলভ্য হয়ে উঠতে পারে ইউজারদের কাছে।"
Facebook is working on "Your Time on Facebook" which could help users to manage their time spent on Facebook app.
Instagram is also working on helping users to improve their digital wellbeing: https://t.co/y38mV3RtqB
as previously spotted: https://t.co/D26M9RuSxGpic.twitter.com/YqSyH0fpII
— Jane Manchun Wong (@wongmjane) June 22, 2018
অ্যাপেল আপডেট করেছে তাদের iOS, অ্যান্ড্রয়েড নিয়ে এসেছে আপডেটেড অপারেটিং সিস্টেম Android P। এই আপডেটেড অপারেটিং সিস্টেম ইউজারদের আরও বেশিক্ষণ ফোনের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেবে। এবার সেই পথেই হাঁটল ফেসবুক। এই একই ফিচার থাকবে ইনস্টাগ্রাম অ্যাপেও।