ফেক টুইটার অ্যাকাউন্ট ইসরো চেয়ারম্যান কে শিভানের

৭ সেপ্টেম্বর ইসরোর মিশন কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় ল্যান্ডারের। এদিন প্রায় ৪০,০০০ ফলোয়ার্স বৃদ্ধি পায় ওই ‌‌অ্যাকাউন্টের।

৭ সেপ্টেম্বর ইসরোর মিশন কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় ল্যান্ডারের। এদিন প্রায় ৪০,০০০ ফলোয়ার্স বৃদ্ধি পায় ওই ‌‌অ্যাকাউন্টের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চন্দ্রযান ২ নিয়ে একাধিক পোস্ট রয়েছে ইসরো চেয়ারম্যান কে শিভানের অ্যাকাউন্টে। যা দিনের পর দিন মানুষের বিশ্বাস অর্জন করে বাড়িয়ে চলেছে ফলোয়ার্সের সংখ্যা। চন্দ্রযান ২ ঘটনায় সেই অ্যাকাউন্টের প্রতি টুইটার ব্যবহারকারীদের ঝোঁক বেড়ে উঠেছে। সোমবার ইসরোর কাছে সে খবর পৌঁছানো মাত্রই তারা জানায়, যে এই অ্যাকাউন্ট ভুয়ো, মিথ্যা প্রচার চালানোর জন্য তৈরি করা হয়েছে। এটি কে শিভানের নয়।

Advertisment

Advertisment

আদতে কে শিভানের কোনো সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট নেই। আর সেই কারণেই এই অ্যাকাউন্টেকে চালিয়ে নিয়ে যেতে সুবিধা হয়েছে। একইসঙ্গে এটি যে ভুয়ো অ্যাকাউন্ট সেটিও বুঝতে অসুবিধা হয়নি ইসরোর। ৭ সেপ্টেম্বর ইসরোর মিশন কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় ল্যান্ডারের। এদিন প্রায় ৪০,০০০ ফলোয়ার্স বৃদ্ধি পায় ওই ‌‌অ্যাকাউন্টের।

Read the full story in English

ISRO