কীভাবে অনলাইন-অফলাইনে ফাস্ট্যাগের ব্যালেন্স জানতে পারবেন? জেনে নিন

fastag balance: নির্বাচিত কিছু পেট্রোল পাম্পও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে সংযুক্ত ফ্যাস্ট্যাগ স্টিকার সরবরাহ করা হচ্ছে।

fastag balance: নির্বাচিত কিছু পেট্রোল পাম্পও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে সংযুক্ত ফ্যাস্ট্যাগ স্টিকার সরবরাহ করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
astag online, fastag recharge balance check

চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে, দেশের যেকোনো হাইওয়ের টোল পার করতে গেলে সমস্ত গাড়ির জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। বৈদ্যুতিক টোল সংগ্রহের গেট দিয়ে যাওয়ার সময় যাতে আপনার গাড়িতে লাগানো ফাস্ট্যাগ স্ক্যান করা যায়, সেকারণে ফাস্ট্যাগের স্টিকারটিকে গাড়ির উইন্ডশীল্ডে লাগাতে হবে। তা না থাকলে দ্বিগুণ টোল ফি গুনতে হবে।

FASTag Balance Online:..

Advertisment

অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই ফাস্ট্যাগের সুবিধা পাবেন আপনি। ব্যাঙ্ক বা এনএইচএআই থেকে ব্যাঙ্কের শাখা ও পস (বিক্রয় কেন্দ্র) নির্বাচিত করতে পারবেন। নির্বাচিত কিছু পেট্রোল পাম্পও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে সংযুক্ত ফ্যাস্ট্যাগ স্টিকার সরবরাহ করা হচ্ছে। এছাড়া, ব্যবহারকারীরা অনলাইন মারফতও ফাস্ট্যাগ পেতে পারেন। কিন্তু এখন প্রশ্ন কীভাবে ফাস্ট্যাগের ব্যালেন্স চেক করবেন আপনি?

Check FASTag account balance with banks

আপনি যদি ব্যাঙ্ক মারফত ফাস্ট্যাগ গ্রহণ করেন, তাহলে সে ক্ষেত্রে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ফাস্ট্যাগ সংযুক্ত থাকবে। ব্যাঙ্কের ওয়েবসাইটে যেখানে ফাস্ট্যাগের উল্লেখ থাকবে সেখানে গিয়ে লগ ইন করুন। এরপরই, অ্যাকাউন্টের পর্যাপ্ত ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন আপনি।

আরও পড়ুন:গাড়ির মালিক? অভিনব ফাস্ট্যাগ জালিয়াতি থেকে সাবধান

Check FASTag account balance with NHAI wallet

Advertisment

আপনি যদি মাই ফাস্ট্যাগ অ্যাপের মাধ্যমে অনলাইনে ফাস্ট্যাগ অর্ডার করে থাকেন এবং এনএইচএআই ওয়ালেটের সঙ্গে যুক্ত করেন। তাহলে সেখান থেকেই অপারেট করতে পারবেন। মাই ফাস্ট্যাগ অ্যাপে লগ ইন হয়ে গেলে, আপনি আপনার এনএইচএআই ওয়ালেটে ব্যালেন্স দেখতে পারবেন। এছাড়া অফলাইনে জানতে গেলে, এনএইচএআই প্রিপেইড ফাস্ট্যাগ অ্যাকাউন্টধারীরা তাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের বিষয়ে আপডেট পেতে ৮৮৮৪-৩৩৩৩-৩১ এ একটি মিস কল দিতে পারেন। এরপরই ব্যালেন্সের এসএমএস আসবে ফোনে।

আরও পড়ুন: হেডফোন ছাড়া গোপনে শুনুন হোয়াটসঅ্যাপ অডিও, জেনে নিন কীভাবে?

Check FASTag account balance with Paytm wallet

আপনি যদি পেইটিএম মল ব্যবহার করে অনলাইনে ফাস্ট্যাগ অর্ডার করে থাকেন এবং আপনার পেইটিএম ওয়ালেটকে ফাস্ট্যাগ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করেন, তাহলে পেইটিএম ওয়ালেটের ব্যালেন্সটি আপনার ফাস্ট্যাগ ব্যালেন্স হিসেবে কাজ করবে।

কোথাও যাত্রা করার সময়, ব্যাঙ্কের ওয়েবাসাইট মারফত ব্যালেন্স দেখতে সমস্যা হলে, সরাসরি ফাস্ট্যাগ অ্যাকাউন্ট খুলেও আপনি চেক করতে পারবেন ব্যালেন্স।

Read the full story in English