Advertisment

বুধবার থেকে কড়াকড়ি ভাবে লাগু ফাস্ট্যাগ, আপনার কাছে না থাকলে কী সমস্যা হতে পারে?

FASTag Last Date: ১৫ জানুয়ারির পর গাড়িতে ফাস্ট্যাগ না থাকলে আইনত জরিমানা নেওয়া হবে। ফাস্ট্যাগ লাগানোর সময়সীমা ইতিমধ্যে দু'বার বাড়ানো হয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
FASTag, fast tag activation

পাকাপাকিভাবে চালু হল ফাস্ট্যাগের নিয়ম। ১৫ জানুয়ারির পর গাড়িতে ফাস্ট্যাগ না থাকলে আইনত জরিমানা নেওয়া হবে। ফাস্ট্যাগ লাগানোর সময়সীমা ইতিমধ্যে দু'বার বাড়ানো হয়েছে - প্রথম সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত। এরপরে যা ৩১ ডিসেম্বর এবং পরে ১৫ জানুয়ারী, ২০২০ পর্যন্ত বাড়ানো হয়।

Advertisment

FASTag Rules, Cost:

ফাস্ট্যাগ নিয়ম না মানার জন্য শাস্তি...

গাড়িতে ফাস্ট্যাগ লাগানো না থাকলে দেশের যেকোনো টোল প্লাজায় দ্বিগুন ভাড়া দিতে হবে। কিন্তু আপনার ফাস্ট্যাগ যদি কাজ না করে, বা টোল প্লাজায় ইনস্টল করা মেশিন গাড়ির ফাস্ট্যাগ স্ক্যান করতে না পারলেও গাড়ি ন্যাশেনাল হাইওয়ে দিয়ে যেতে পারবে। অতিরিক্ত টাকা দিতে হবে না।

ফাস্ট্যাগ লাগালে কী কী সুবিধা হবে?

১) FASTag গাড়িতে লাগালে টোলে দাড়াতে হবে না আপনাকে। সুতরাং অনেকটা সময় বাঁচবে আপনার।

২) ট্রান্জাকশন হলে এসএমএস মাধ্যমে আপনাকে সজাগ করা হবে।

৩) অনলাইনে রিচার্জ করতে পারবেন ফাস্ট্যাগ।

৪) টাকা নিয়ে যাত্রা করার কোনো প্রয়োজন হবে না।

৫) FASTag ওয়েবপ্রোটাল মাধ্যমে লগ ইন করতে পারবেন।

আরও পড়ুন: HDFC FASTag: এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ফাস্ট্যাগ কিনবেন কী ভাবে?

উল্লেখ্য, FASTag হল রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টটিটি টেকনোলজি। গাড়ির সামনের কাঁচে লাগিয়ে রাখতে হবে। প্রয়োজনে এটি রিচার্জ করার জন্য পেটিএম ওয়ালেট ব্যবহার করতে পারেন।

পেটিএম এর অফিসিয়াল সাইটে যান। এরপর সেখানে গিয়ে FASTag সার্চ করুন। এরপর লগইন করে সেখানে থেকে সংগ্রহ করেনিন FASTag। খরচ পড়বে ৫০০ টাকা। যার মধ্যে ২৫০ টাকা সিকিউরিটি ডিপোজিট, ১৫০ টাকা ব্যালেন্স, ফাস্ট্যাগের দাম পড়বে ১০০ টাকা। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকেও কিনতে পারেন FASTag । এয়ারটেলে খরচ পড়বে ৪৫০ টাকা। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির ছবি আপলোড করে যথাযথ তথ্য দিয়ে কিনে নিন FASTag । এয়ারটেল রিচার্জের মাধ্যমে পেয়ে যেতে পারেন ফ্যাস্ট্যাগ। ৩৯৯ টাকা থেকে যত রিচার্জ রয়েছে, তাতে ১৫০ ক্যাশব্যাকের সঙ্গে FASTag কিনতে পারবেন। অনলাইন Icici ব্যাঙ্কের সাইট থেকেও কিনতে পারেন FASTag। এছাড়া একাধিক ব্যাঙ্ক থেকে কিনতে পারবেন FASTag

Advertisment