Advertisment

নিরাপদ নয় জেনেও দেদার ব্যবহার জুম অ্যাপের, জেনে নিন সুরক্ষিত থাকবেন কীভাবে?

এর মধ্যে কোনও এলোমেলো বাধা ওরফে জুম বম্বিং এড়াতে মিটিংয়ে যোগ দিতে সর্বদা একটি পাসওয়ার্ড সেট করুন।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা বাছাই করা প্রযুক্তির খবর: সেনাকে ডেটিং থেকে চ্যাটিং অ্যাপ ব্যবহারে না ভারতীয় সরকারের

ব্যবহৃত হচ্ছে জুম অ্যাপ

জুম অ্যাপ সুরক্ষিত নয়। সংস্থা মানতে নারাজ হলেও এটাই সত্যি। প্রায় দুমাস আগে নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক জুম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তা সত্ত্বেও বহাল তবিয়তে মানুষ ব্যবহার করছে জুম অ্যাপ। কিন্তু জুম অ্যাপ যে সুরক্ষিত নয় তার প্রমাণ দেখা গেল খোদ কলকাতায়। জানা যাচ্ছে,অ্যাপে অনলাইন ক্লাস, অতর্কিতে ঢুকে পড়ছে অচেনা 'আইডি'! হ্যাকিংয়ের এই ঘটনা ঘটেছে কলকাতার একটি নামকরা স্কুলে।

Advertisment

আপনি যদি এখনও ব্যবহার করেন জুম অ্যাপ তাহলে কিভাবে আপনার মিটিং বা আড্ডার গোপনীয়তা বজায় রাখবেন তা জেনে নিন।

মিটিংএর জন্য ব্যক্তিগত আইডি ব্যবহার করা একটি সাধারণ ভুল। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত আইডি ডিসেবল করুন। এলোমেলো ভাবে যে আইডি তৈরি হয় মিটিংএর ক্ষেত্রে সেটি ব্যবহার করুন।

এর মধ্যে কোনও এলোমেলো বাধা ওরফে জুম বম্বিং এড়াতে মিটিংয়ে যোগ দিতে সর্বদা একটি পাসওয়ার্ড সেট করুন।

সেটিংস মেনুতে গিয়ে ডিফল্টভাবে ওয়েটিং রুমটি চালু করুন। তাহলে সঞ্চালক প্রবেশ করতে না দিলে কেউ আপনার মিটিংএ বিনা নেমন্তন্নে ঢুকে পরতে পারবে না। এমনকি মিটিংয়ের আগে, জুম আপনাকে উপস্থিতদের সম্পর্কে অবহিত করবে।

Read the full story in English

Advertisment