এবারের ভাইফোঁটা জমে উঠুক ফায়ার-বোল্ট ডায়মন্ড স্মার্টওয়াচের সঙ্গে। এই স্মার্টওয়াচে রয়েছে নজরকাড়া হেলথ ফিচার।
Fire-Boltt সম্প্রতি ভারতে একটি একেবারে নতুন স্মার্টওয়াচ ফায়ার-বোল্ট ডায়মন্ড লঞ্চ করেছে৷ নতুন স্মার্টওয়াচে রয়েছে 1.43 ইঞ্চি অ্যামোলেড অলওয়েজ অন ডিসপ্লে। রয়েছে 260mAh ব্যাটারি। ফায়ার-বোল্ট ডায়মন্ডের বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন, সেই সঙ্গে জেনে নিন এই স্মার্ট ওয়াচের দাম।
দামের কথা বললে, ফায়ার-বোল্ট ডায়মন্ডের দাম 4,999 টাকা। এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে ২৫ অক্টোবর, থেকে। প্রাপ্যতা সম্পর্কে কথা বললে, এই ঘড়িটি ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে। ফায়ার-বোল্ট ডায়মন্ড স্মার্টওয়াচ বিভিন্ন রঙে লঞ্চ হয়েছে। রোজ গোল্ড প্রিমিয়াম, গোল্ড প্রিমিয়াম, ব্ল্যাক প্রিমিয়াম, ব্ল্যাক বেসিক, সিলভার বেসিক এবং সিলভার প্রিমিয়াম।
ফায়ার-বোল্ট ডায়মন্ডের একটি 1.43 ইঞ্চি AMOLED সর্বদা অন ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 466 x 466 পিক্সেল এবং রিফ্রেশ রেট 75Hz। এই স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিং সাপোর্টেড, রয়েছে স্পিকার এবং মাইক্রোফোন সিস্টেম। বিশেষ বিষয় হল এই স্মার্টওয়াচে রয়েছে 4GB স্টোরেজ।
ফায়ার-বোল্টের নতুন স্মার্টওয়াচে রয়েছে একাধিক হেলথ ফিচার। পাশাপাশি নতুন ফায়ারবোল্ট স্মার্টওয়াচ 300 টিরও বেশি স্পোর্টস মোড। এই ঘড়িটিতে একটি 260mAh ব্যাটারি রয়েছে যা একবার চার্জে ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলেই দাবি সংস্থার। ঘড়িটির একটি অল-মেটাল ডিজাইন চমকে দেওয়ার মতই।