Advertisment

গগনযান উৎক্ষেপণে বাঁধা হয়ে দাড়াচ্ছে লকডাউন? হাল ছাড়তে নারাজ ইসরো

গগনযান নিয়ে মহাকাশে উড়ে যাবে ভারতীয় বায়ুসেনার চার পাইলট। তাঁরা এখন মস্কোতে প্রশিক্ষণপ্রাপ্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা ভাইরাস এর জেরে লকডাউন জারি করার কারণে স্থগিত হয়েছে গগনযান মিশনের কাজ। যার ফলে উৎক্ষেপণের নির্ধারিত সময়কাল বদল হতে পারে বলে জানিয়েছে ইসরো।

Advertisment

বেঙ্গালুরু হেডকোয়ার্টার ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) সূচনায় জানিয়েছিল, ২০২০ ডিসেম্বর মাসে গগনযান মানুষ (ক্র) ছাড়াই উড়ে যাবে মহাকাশের উদ্দেশ্যে। এরপর ২০২১ সালের জুলাই মাসে দ্বিতীয়বার উৎক্ষেপণ হবে গগনযানের। এই দুবার পরীক্ষনিরীক্ষার জন্যই মূলত উত্্ক্ষেপন করা হবে। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। বিলম্ব হচ্ছে পরীক্ষা-নিরীক্ষার কাজে। কাজই, উৎক্ষেপণের সময় পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে ইসরো। যদিও এখন হাতে রয়েছে ছয় মাস। তাই যথাসম্ভব চেষ্টা চালানো হচ্ছে।

ইসরো অধিকর্তা এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, লকডাউনের কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। এখনই, নিশ্চিতভাবে ভাবে কিছু বলা সম্ভব নয়।

২০২২ সালে গগনযান উৎক্ষেপণে খরচা হবে প্রায় ১০,০০০ কোটি টাকা। তাই এ বিষয়ে কোনো রকম তাড়াহুড়ো করতে চায়না ইসরো। ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ তম দিবসে উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হয়েছে। গগনযান নিয়ে মহাকাশে উড়ে যাবে ভারতীয় বায়ুসেনার চার পাইলট। তাঁরা এখন মস্কোতে প্রশিক্ষণপ্রাপ্ত।

ISRO
Advertisment