Advertisment

Flipkart Big Billion Days Sale 2019: পুজোর আগে নজরকারা ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট, চুটিয়ে করুন কেনাকাটা

Flipkart Big Billion Days Sale to Begin from Sept 29:ফ্লিপকার্ট প্রায় ৩০,০০০ কারিগর, তাঁতি দের সঙ্গে জোট বেঁধেছে। এর ফলে এরা তাদের হাতে তৈরি জিনিস অনলাইন মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Flipkart Big Billion Day Sale Offers 2019: ফের শুরু হতে চলেছে ফ্লিপকার্ট- এর বিগ বিলিয়ন ডে। ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। যারা ফ্লিপকার্ট প্লাস গ্রাহক, তাদের জন্য প্রত্যেকদিন অতিরিক্ত ৪ ঘন্টার সুযোগ দেওয়া হবে। এই ই-কমার্স সংস্থা বিশেষ অফার দেওয়ার জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

Advertisment

অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড এবং আইসিআইসিসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করা গ্রাহকরা কেনার সময় তৎক্ষনাৎ ১০ শতাংশ ছাড় পাবেন। একইসঙ্গে ফ্লিপকার্ট ‌অ্যাক্সিস ব্যাঙ্কের কো-ব্র্যান্ড কার্ড গ্রাহকরা আরও ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এগুলি ছাড়াও গ্রাহকরা শীর্ষস্থানীয় ব্যাঙ্ক ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলিতে কার্ডলেস ক্রেডিট, ফ্লিপকার্ট পে-লেটার এবং নো-কস্ট ইএমআই এর সুবিধা নিতে পারেন।

আরও পড়ুন: আহামরি কী এমন আছে আইফোনের নতুন মডেলে?

এই জয়েন্ট ই-কমার্স সাইট এখনও অবধি বিক্রয় সময়ের তারিখ ঘোষণা করেছে। তবে ছাড় এবং অফারগুলি সম্পর্কে কিছুই জানানো হয়নি। ফ্লিপকার্ট জানিয়েছে, ২৯ শে সেপ্টেম্বর থেকে ফ্যাশন, টিভি , ফার্নিচার, সাজগোজের জিনিস, খেলাধুলা, খেলনা, বই, স্মার্ট ডিভাইসস, পার্সোনাল কেয়ার অ্যাপ্লায়েন্সস, ট্র্যাভেল এবং আরও অনেকগুলি বিভাগের অধীনে পাওয়া যাবে অফুরন্ত অফার। ই-কমার্স সংস্থা বিগ বিলিয়ন দিন গ্রাহকদের গ্যাজেটের জন্য বীমা করার সুযোগ দেবে।

৩০ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট মোবাইল এবং ইলেক্ট্রনিক ডিভাইস এবং আনুষাঙ্গিক জিনিসপত্রের বিক্রি শুরু করবে। সেই সময় মোবাইল এবং স্মার্টফোনে প্রচুর ছাড়ের আশা করা যায়। তাই, যারা উৎসব মরসুমের আগে একটি নতুন স্মার্টফোন কিনতে ইচ্ছুক তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ।

ফ্লিপকার্টের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, টিভি এবং অ্যাপ্লায়েন্সগুলিতে ৩৬ মাস পর্যন্ত জিরো পেমেন্ট ইএমআই সহ ৭৫ শতাংশ ছাড় দেবে।

ফ্লিপকার্ট জানিয়েছে গ্রাহক ও বিক্রেতাদের কাছে পৌঁছনো র জন্য বিগ বিলিয়ন ডে কে এবছর আরো আকর্ষণীয় করা হচ্ছে। উল্লেখ্য, ফ্লিপকার্ট প্রায় ৩০,০০০ কারিগর, তাঁতি দের সঙ্গে জোট বেঁধেছে। এর ফলে এরা তাদের হাতে তৈরি জিনিস অনলাইন মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে।

flipkart
Advertisment