scorecardresearch

পুজোর আগেই জলের দরে স্মার্টফোন, গুচ্ছ অফার নিয়ে হাজির Flipkart

সেল উপলক্ষে স্মার্টফোন, স্মার্টওয়াচ সহ ইলেকট্রনিক্স ডিভাইসে পাবেন বড় ছাড়।

Flipkart Big Billion Days sale, flipkart sale, Best phones under Rs 20,000",
শুরু হল ফ্লিপকার্ট পুজো সেল

আজ থেকে শুরু Flipkart Big Billion Days সেল। অফার ইতিমধ্যেই প্লাস মেম্বারদের জন্য লাইভ। সেল উপলক্ষে স্মার্টফোন, স্মার্টওয়াচ সহ ইলেকট্রনিক্স ডিভাইসে পাবেন বড় ছাড়। আপনি যদি ২০ হাজার টাকার নিচে সেরা কিছু ফোনের সন্ধান করেন, তাহলে এটাই সঠিক সময়। Flipkart Big Billion Days সেল-এ Xiaomi, Samsung Galaxy এবং Really-এর মতো ব্র্যান্ডের স্মার্ট ফোনগুলিতে দুর্দান্ত অফার রয়েছে। একই সঙ্গে রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্টও, সঙ্গে ক্রেডিট কার্ডে কেনাকাটায় পান অতিরিক্ত ছাড়।

Xiaomi 11i হাইপারচার্জ স্মার্টফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটির দাম ২৪,৯৯৯ টাকা। তবে আপনি Flipkart Big Billion Days সেলে এই ফোন পাবেন ১৯,৯৯৯ টাকায়। ICICI এবং Axis Bank ক্রেডিট কার্ডে পাবেন ১০ শতাংশ অতিরিক্ত ছাড়। এছাড়াও, প্রিপেড অর্ডারে পাবেন ৩,৫০০ টাকার অতিরিক্ত ছাড়।

Realme 9 Pro+ ফোনটি আপনি সেল উপলক্ষে পেতে পারেন ২২,৯৯৯টাকা। এই ফোনের আসল দাম ২৪,৯৯৯ টাকা। গ্রাহকরা এই ফোনে পাবেন ২ হাজার টাকার ছাড়। এছাড়াও অফার উপলক্ষে ফোনে রয়েছে ৩ হাজার টাকার প্রিপেড ডিসকাউন্ট। এছাড়াও, ICICI এবং Axis Bank ক্রেডিট কার্ডের ওপর গ্রাহকরা পাবেন ১০ শতাংশ অতিরিক্ত ছাড়। অফার উপলক্ষে 6GB + 128GB মডেলের দাম ১৮,৪৯৯ টাকা।

Samsung Galaxy F23 4GB + 128GB মডেলটি Flipkart Big Billion Days সেল উপলক্ষে গ্রাহকরা পাবেন ১০,৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ১২,৪৯৯ টাকা। এছাড়াও ICICI ব্যাঙ্ক এবং Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার ওপরে পাবেন ১০শতাংশ তাৎক্ষণিক ছাড়।

Moto G52 বিক্রিতেও রয়েছে বড় ছাড়। মডেলটি Flipkart-এ ১২,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ICICI ব্যাঙ্ক বা Axis Bank ক্রেডিট কার্ডে কেনাকাটায় রয়েছে বড় ছাড়। অফার উপলক্ষে Motorola ফোনটি আপনি পেতে পারবেন ১১,৬৯৯ টাকার কার্যকর মূল্যে।

Redmi Note 10 Pro Max Flipkart Big Billion Day- সেল উপলক্ষে ১৭,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্য সহ তালিকাভুক্ত করা হয়েছে। ছাড়ের সঙ্গে আপনি এই মডেল কিনতে পারবেন ১৪,৯৯৯ টাকার কার্যকর মূল্যে। ICICI/Axis ব্যাঙ্ক-এর কার্ডে পাবেন ১০শতাংশ ছাড়।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Flipkart big billion days sale begins check best phone deals under rs 20000