ভারতের ই-কমার্স কোম্পানী ফ্লিপকার্ট মূলত ফোন বিক্রেতা হিসেবে। কিন্তু এবার কি তাঁরা সেই ইমেজ ভেঙ্গে ফেলতে চাইছেন? ব্যাঙ্গালোরবাসী এই কোম্পানী কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। ইতিমধ্যেই শোনা গেছে একটি বড় স্মার্টফোন কোম্পানীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ফ্লিপকার্ট। কোম্পানীর বর্তমান সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি ফ্লিপকার্টের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে একটি ৩০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে জানিয়েছেন ১৭ ই এপ্রিল বেলা ১২ টায় দুপুর একটি 'বিগ নিউ ফোনের' লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্ট সেদিন দিল্লিতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ফোনটি প্রকাশ্যে নিয়ে আসবে বলে জানিয়েছে।
যদিও ফ্লিপকার্ট এবিষয়ে বিশদ কোনো মন্তব্য না করলেও জানা গেছে ফ্লিপকার্ট স্মার্টফোন কোম্পানী হুয়াওয়ে বা মোটোরোলার সঙ্গে তাদের আগামী ফোনটির জন্য চুক্তিবদ্ধ হয়েছে । বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে তার পি -20 ফোন সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে।
সেদিন ফ্লিপকার্ট মোটোরলার আগামী ফোন মোটো জি6 ও লঞ্চ করতে পারে সেরকম সম্ভাবনাও রয়েছে। মোটো'র বর্তমান মালিক লেনোভোর সঙ্গে এই আগামী ফোনটির এক্সক্লুসিভ ব্যবসা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে বলেও অনুমান করা যায়। মোটোরোলা ইতিমধ্যে ১৯ এপ্রিল ব্রাজিলে তার নতুন তিনটি ফোন লঞ্চ করতে চলেছে যার মধ্যে রয়েছে মোটো জি 6, মোটো জি 6 প্লাস এবং মোটো জি 6 প্লে।
তবে এবিষয়ে কিছু দ্বিমত ও তৈরি হয়েছে কারণ ফ্লিপকার্ট তাদের নতুন ফোনের কথা ঘোষনা করার পরপরই মোটোরোলা ঘোষনা করেছে তাঁরা শীঘ্রই তিনটি নতুন ফোন বাজারে আনছেন। কাজেই এক্ষেত্র অনেকেরই ধারণা দুটি খবরের মধ্যে কোনও যোগসুত্র থাকলেও থাকতে পারে।মনে করা হচ্ছে ফ্লিপকার্টের বিগ নিউ ফোনটিই মোটোরোলার মোটো জি 6, মোটো জি 6 প্লাস এবং মোটো জি 6 প্লে। তবে সবটাই অনুমানমাত্র যা ভুল হবার আশঙ্কা থেকেই যায়।