Flipkart Big Shopping Days Sale, Heavy Discount on Xiaomi, Nokia, Honor Phones: মাস গড়াতে ই কমার্স সাইটে একের পর এক সেলের দিন এসে হাজির হয়। এবার ফ্লিপ কার্টের বিগ শপিং ডে। অন্যান্য সেলের চেয়ে নতুনত্ব কি আছে এই সেলে?
১) সদ্য লঞ্চ হওয়া Poco F1 পেতে পারেন মাত্র ৫০০০ টাকার ছাড়।
২) Nokia 5.1 Plus এর ওপর রয়েছে ফ্ল্যাট ১০০০ টাকার ছাড়।
৩) Motorola One Power এর ওপর থাকবে ১০০০ টাকার ছাড়।
৪) একাধিক গ্যজেটের ওপর রয়েছে আকর্ষনীয় ছাড়।
তিনদিনের জায়েন্ট সেল। ৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত জলের দামে কিনতে পারবেন সাধের ফোন। অনেকদিন ধরেই ভেবে রেখেছেন ফোন কিনবেন? তাহলে আর একদিন অপেক্ষা করে নিন। সাধের দামি ফোন হয়ে উঠবে পকেট ফ্রেন্ডলি।
শুধু যে ফ্লিপকার্টের ছাড় এমনটা একেবারেই নয়, HDFC ব্যাঙ্কের ভোক্তা হলে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় মিলবে। একইসঙ্গে এতদিনের ব্যবহৃত ফোনটি যদি ফ্লিপকার্টকে দিয়ে দেন, তার ওপরও নির্দিষ্ট মানের ছাড় পাবেন আপনি। কেনার সময় ৯৯ টাকা পে করলে মিলবে স্মার্টফোন খারাপ হয়ে গেলে তা সারানোর প্ল্যান।